ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এবার ৭০০ প্রবাসী কে আটক করলো মালয়েশিয়ান ইমেগ্রেশন পুলিশ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৩ ২০:০০:৪৪
এবার ৭০০ প্রবাসী কে আটক করলো মালয়েশিয়ান ইমেগ্রেশন পুলিশ

গত ৫ই জুলাই থেকে ৭ই জুলাই বিকাল ৪ টা ,এই রিপোর্ট মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দেশজুড়ে অভিযানে গ্রেফতার হয় ২৯২ জন বাংলাদেশি এবং চার শতাধিক ইন্দোনেশিয়া , মায়ানমার ইন্দিয়া ও অন্যান্য দেশের নাগরিক ।

গত ৫,৬,ও ৭ই জুলাই জালান মুন্সি আব্দুল্লাহ সেলাংগার অভিজাত শপিং মল জেকেল , কেলানতান জেলার কুয়ালা কেরায়,ইপো জেলার মেরু এবং সহ অন্যান্য জায়গায় অভিযান চালায় অভিবাসন বিভাগ।আজ এই রিপোর্ট লেখা পর্যন্ত কুয়ালালামপুরের পেতালিং জায়া ও আশেপাশের শপিংমলগুলো শপিং মল গুলোতে চলছে অভিযান । গ্রেপ্তার করা হয় মিনি মার্কেটের এক বাংলাদেশি মালিক সহ ৮৫ টি পাসপোর্ট। ।যা এযাবৎকালে বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে ভয়াবহ ।

বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়েছে বাংলাদেশের একশ্রেণীর অসাধু ব্যক্তি ‌। গুটিকয়েক বাংলাদেশীদের কারণেই সমস্ত বাংলাদেশিদের অপবাদ সহ্য করতে হচ্ছে । সিনান হতে চলেছে মালয়েশিয়ায় বাংলাদেশীদের অক্লান্ত পরিশ্রমের ফসল সুনাম । গত ২৭ জুন ভুয়া পাসপোর্ট ও ৫ টি মেশিন মেশিনএক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় ।

আর এসব কারণেই ইমেজ সংকটে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা । অধিকাংশ মালাই দের অভিযোগ বাংলাদেশি জুড়ে । সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয় অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া। এরপর ১৬ সালের ১৫ আগস্ট নিবন্ধনের মেয়াদ বাড়িয়ে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়। পরবর্তীতে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে সর্বশেষ সময় বাড়িয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত চলে নিবন্ধন প্রক্রিয়া।এ প্রক্রিয়া শেষ হতে না হতেই অবৈধদের জন্য ব্যাপক অনুসন্ধান শুরু করে ইমিগ্রেশন বিভাগ। ৩০ আগস্টের মধ্যে স্বেচ্ছায় দেশে ফেরত না গেলে জেল জরিমানার বিধান রয়েছে বলে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে।

মোস্তাফার আলী জানান, অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক অভিযান অব্যাহত থাকবে। এছাড়া যেসব মালিকরা অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়েছেন বা পুনঃনিবন্ধন করায়নি তাদেরকেও গ্রেফতার করে নিয়ে আসা হবে।তিনি বলেন, দেশে অবৈধ অভিবাসীর স্রোত ঠেকাতে এই পদক্ষেপ নিতেই হচ্ছে। এ সময় ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক আরও জানান, গত জানুয়ারির ১ তারিখ জুনের ৩০ তারিখ পর্যন্ত মোট ১৯ হাজার ৯৭৯ জন বিদেশি অভিবাসীকে আটক করা হয়েছে।

তিনি বলেন, এ পর্যন্ত ৫৩৬ জন মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও ৯ হাজার ৮৫৮ জন অবৈধ অভিবাসীকে বিচারের সম্মুখীন করা হয়েছে। বাকিদেরও শিগগিরই বিচার প্রক্রিয়া শুরু হবে।তিনি জানান, আটক হওয়া অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ইন্দোনেশিয়ান। প্রতিবেশী এই দেশটির ৬ হাজার ৮৯৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এরপরই রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ। ৬ মাসে ৩ হাজার ৯৭৫ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। ১ হাজার ৯৯৫ জন মিয়ানমারের নাগরিক । দিন দিন বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা ।

এদিকে বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়েছে মালায় রিংগিত ৩০০ জরিমানাএবং ১০০ রিংগিত ট্রাভেল পাস এর মাধ্যমে আগস্টের মধ্যেই অবৈধ বাংলাদেশিদের মালয়েশিয়া থেকে চলে যেতে বলা হয়েছে অন্যথায় আরো কঠোর অবস্থানের মুখে পড়তে হতে পারে সতর্ক করেছেন । বর্তমান মালয়েশিয়া ইমিগ্রেশন এর অভিযানে বহু অবৈধ বাংলাদেশি জঙ্গলে রাত কাটাচ্ছেন । লক্ষ লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়ায় এসে মানবতার জীবন যাপন করছে এসব প্রবাসীরা ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে