ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৩ ১৯:৫০:৫২
ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন মাশরাফি

এর পরে অবশ্য অনিশ্চিত হয়ে পড়েছিলো মাশরাফির ক্যারিবিয়ান সফর। মূলত নিজের স্ত্রী সুমনা হক অসুস্থ থাকার কারণে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া নিয়ে দোটানায় ভুগছিলেন নড়াইল এক্সপ্রেস।

যদিও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছিলো না। মাশরাফির স্ত্রী বর্তমানে রক্তের সংক্রমণ জনিত সমস্যায় ভুগছেন। আর এই কারণে মাশরাফি আপাতত স্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ক্যারিবিয়ান সফরে যাচ্ছেন চলতি মাসের ১৬ তারিখ। যদিও ওয়ানডে দলে মাশরাফির বাকী সতীর্থরা এই শুক্রবার (১৩ই জুলাই) রাতেই রওনা করছেন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে।

উল্লেখ্য গত বছর আন্তর্জাতিক টি টুয়েন্টিতে অবসর নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। আর টেস্টের সাদা পোশাকে অলিখিত অবসর তো আরও আগেই নিয়েছিলেন তিনি।

সুতরাং বর্তমানে শুধু ওয়ানডে ফরম্যাটেই তার সার্ভিস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঝে বেশ কয়েকবার তার টেস্টে ফেরা নিয়ে গুঞ্জন সৃষ্টি হলেও সেই সম্ভবনা নিজেই উড়িয়ে দিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে