ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

‘জিদানের মতো কিংবদন্তী হওয়ার পথে গ্রিজম্যান’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৩ ১৫:২৭:২৫
‘জিদানের মতো কিংবদন্তী হওয়ার পথে গ্রিজম্যান’

ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা পগবার মতে গ্রিজম্যানের মধ্যেও জিদানের মতো বড় খেলোয়াড়ের সকল গুণাবলী আছে এবং সবাইকে এক করে রাখতে পারেন গ্রিজম্যান। গ্রিজম্যানের হাত ধরেই ফ্রান্স সর্বোচ্চ সাফল্য পাবে বলে আশাবাদী পগবা।

বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জিনেদিন জিদান ফুটবল একজন কিংবদন্তী। তাকে আদর্শ মেনে ফুটবলে আসে অনেকেই। আমার মতে গ্রিজম্যানও জিদানের মতোই আরেকজন হওয়ার পথে অনেকদূর এগিয়ে গেছে।’

এসময় পগবা জানান যে ফাইনালে গ্রিজম্যানের কাছে অন্তত একটি গোল আশা করছেন তিনি। পগবা বলেন, ‘ফ্রান্সের খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব গ্রিজম্যান। মাঠের খেলায় সে বারবার প্রমাণ করে যে সে বড় এক খেলোয়াড়। আমি চাই রোববারের ফাইনালে সে অন্তত একটি গোল করুক।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে