ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

নেইমার ঘুরে দাঁড়াবে : কাফু

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৩ ১২:৫৫:৪৯
নেইমার ঘুরে দাঁড়াবে : কাফু

চলতি বিশ্বকাপে গ্রুপপর্বের শুরুতে নিজেকে ঠিক মতো মেলে ধরতে পারেননি বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার নেইমার। কিন্তু ধীরে ধীরে নিজেকে মেলে ধরছিলেন তিনি। টুর্নামেন্ট যত গড়িয়েছে, ছন্দ ফিরে পাচ্ছিলেন তিনি। কিন্তু কোয়ার্টার ফাইনালে আবার ছন্দ পতন। প্রথমার্ধেই দুই গোল খেয়ে বসে ব্রাজিল। যেখান থেকে আর ফিরে আসতে পারেনি তারা। যদিও দ্বিতীয়ার্ধে একটি গোল পরিশোধ করেছিল। কিন্তু ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় এবারের অন্যতম ফেভারিট দলটিকে। এদিন নিজের ঝলক সেইভাবে দেখাতে পারেননি নেইমারও। সেকারণে সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে তাকে।

তবে নেইমারের কাছে সবার অতি-প্রত্যাশার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অধিনায়ক কাফু বলেছেন, ‘আমরা সবাই তার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করি। কারণ সে চমৎকার খেলোয়াড়। এবং মাঠে তার কাছ থেকে আমরা ভিন্ন কিছু আশা করি। এটা স্বাভাবিক এবং এ কারণেই সমালোচনার মুখে পড়েছে সে।’

নেইমারের পারফরম্যান্স, বিশেষ করে কোয়ার্টার ফাইনালে আশানুরূপ না হলেও আশাবাদী কাফু। তার মতে ওই ম্যাচের জন্য তার পুরো ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ হতে পারে না। সেইসাথে তার প্রত্যাশা নেইমার ঠিকই ঘুরে দাঁড়াবেন, ‘তার পারফরম্যান্স আমাদের প্রত্যাশা মতো ছিল না। সাম্প্রতিক সময়ের সেরা ব্রাজিলিয়ান খেলোয়াড় নেইমার। কিন্তু ৩০ মিনিটের কারণে আমরা তার পুরো ক্যারিয়ারকে প্রশ্ন বিদ্ধ করে ফেলেছি। বিশ্বকাপ এমনই। এখানে ক্ষমার স্থান নেই। কিন্তু সে স্মার্ট এবং সে নিশ্চিতভাবেই এটা অতিক্রম করবে।’

সূত্র : মার্কা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে