ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মুশফিক

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৩ ১১:৪৫:৩৯
সর্বোচ্চ টেস্ট ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মুশফিক

উলেক্ষ্য, ফিক্সিংয়ের জন্য ক্রিকেট থেকে পাঁচ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আশরাফুল।

এদিকে আজ জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে সেই রেকর্ড নিজের করে নিলেন মুশফিকুর রহিম।

২০০৫ সালে লর্ডসে অভিষেক হওয়া মুশফিক ২০১৮ সালে জ্যামাইকায় খেলতে নেমেছেন ক্যারিয়ারের ৬২তম টেস্ট ম্যাচ। এতোদিন ৬১টি টেস্ট খেলে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার ছিলেন আশরাফুল। জ্যামাইকাতে এই রেকর্ডই নিজের করে নিলেন মুশফিক।

উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক রহিম ২০০৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত ১৩ বছর সময়ে ৬২ টেস্ট খেলতে নামা মুশফিক এখনো পর্যন্ত ৫ সেঞ্চুরিতে ৩৬৪৪ রান করেছেন। অন্যদিকে আশরাফুল ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ১২ বছর সময়ে ৬১টি টেস্ট খেলে ৬ সেঞ্চুরিতে ২৭৩৭ রান করেছিলেন।

মুশফিক-আশরাফুলের পর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট খেলা অন্য তিন ক্রিকেটার হলেন তামিম ইকবাল (৫৬), সাকিব আল হাসান (৫৩) ও হাবিবুল বাশার সুমন (৫০)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে