ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

রোহিতের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১৩ ০০:৫৯:৩২
রোহিতের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত

ইংলিশদের দেয়া ২৬৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে রোহির শর্মা ও শিখর ধাওয়ানের ব্যাটে দুর্দান্ত শুরু করে ভারত। মাত্র ৭.৫ ওভারেই ৫৯ রান করে এই জুটি। ৪০ রান করে ধাওয়ান ফিরে গেলে অধিনায়ক কোহলিকে নিয়ে আবারো জুটি গড়েন রোহিত।

দ্বিতীয় উইকেটে এই দুইজনে মিলে যোগ করেন ১৬৭ রান। আর তাদের এই জুটিতেই জয় নিশ্চিত হয়ে যায় ভারতের। ৭৫ রান করে কোহলি ফিরে গেলেও থামানো যায়নি রোহিতকে তুলে নেন দুর্দান্ত এক শতক। ১৫ চার ও ৪ ছক্কায় ১১৪ বলে ১৩৭ রানে অপরাজিত থাকেন তিনি। ফলে মাত্র ৪০.১ ওভারেই মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত।

এর আগে কুলদ্বীপ যাদবের দুর্দান্ত বোলিংয়ে ২৬৮ রানেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

নটিংহামের ব্যাটিং প্যারাডাইসে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টোর ব্যাটে দুর্দান্ত শুরু পায় ইংল্যান্ড। মাত্র ১০ ওভারেই ৭৩ রান এনে দেয় তারা।

কিন্তু এরপর কুলদ্বীপ বোলিংয়ে আসলেই হিসাব পালটে যায় ম্যাচের। মাত্র ১২ রানের ব্যবধানে ইংল্যান্ডের তিন উইকেট তুলে নেন তিনি। একসময় ১০৫ রানেই ৪ উইকেট হারায় ইংল্যান্ড। তবে পঞ্চম উইকেটে জস বাটলার ও বেন স্টোকস ৯৩ রানের জুটি গড়ে ম্যাচে ফিরায় ইংল্যান্ডকে। বাটলার ৫৩ ও স্টোকস ৫০ রান করেন। এই দুইজন ফিরে গেলে শেষ দিকে মঈন আলির ২৪ ও আদিল রশিদের ২২ রান ছাড়া অন্য ব্যাটসম্যানরা বলার মত কোন স্কোর না করতে পারলে ৪৯.৫ ওভারে ২৬৮ রানে অল আউট হয় ইংল্যান্ড।

ভারতের কুলদ্বীপ যাদব ১০ ওভারে ২৫ রান দিয়ে নেন ৬ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

ইংল্যান্ড : ২৬৮/১০(৪৯.৫) বাটলার ৫৩, স্টোকস ৫০, রয় ৩৮, বেয়ারস্টো ৩৮, আলি ২৪।

ভারত : ২৬৯/২(৪০.১) রোহিত ১৩৭*, কোহলি ৭৫, ধাওয়ান ৪০, রাহুল ৯*।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে