ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কোন দল,জানিয়ে দিল সেই জ্যোতিষী উট!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১২ ২৩:৪৯:২৩
রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কোন দল,জানিয়ে দিল সেই জ্যোতিষী উট!

এদিকে এবারের বিশ্বকাপে ফ্রান্স না ক্রোয়েশিয়া, চ্যাস্পিয়ন হবে কোন দল তা নিয়ে চলছে অনেক জ্যোতিষীদের ভবীষ্যত বাণী।বিশ্বকাপের প্রত্যেকে ম্যাচের মতো এ ম্যাচেও ভবিষ্যত বাণী করেছে উট শাহীন।শাহীন জানিয়ে দিয়েছে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে মদ্রিচদের ক্রোয়েশিয়া।শাহীনের কথা যদি সঠিক হয় তবে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে যাবে এমবাপ্পে-গ্রীজম্যানদের।

চলতি বিশ্বকাপের ভবীষৎ বাণী করা প্রানীদের মধ্য সবচেয়ে আলোচিত ‘উট শাহীন’।গ্রুপ পর্বে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই উট। কোয়ার্টার ফাইনালেও প্রায় সবগুলো ম্যাচে সঠিক জয়ী খুঁজে নিয়েছে উট। সেমিফাইনালের দুটি ম্যাচেরই সঠিক জয়ী চিহ্নিত করেছে শাহীন।

বিশ্বকাপ ফাইনালের ফলাফল জানার জন্য দুলের পতাকা দুটি কাটিতে করে উটের সামনে রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়। এর মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে ম্যাচটি আসলে কোন দেশ জিতবে। এবার উট ‘শাহীন’ ফাইনালের বিজয়ী হিসেবে বেছে নিয়েছে ক্রোয়েশিয়াকে। তাহলে কি ২০০৬ সালের মত এবারও ফাইনাল থেকে খালি হাতে বিদায় নিবে ফ্রান্স? প্রশ্নটা ফাইনালের জন্যই তোলা থাকলো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে