ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

পঞ্চম সপ্তাহে ৮৩ হলে ‘পোড়ামন ২’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১২ ১৮:৫১:৪২
পঞ্চম সপ্তাহে ৮৩ হলে ‘পোড়ামন ২’

এতে প্রায়াত নায়ক সালমান শাহর একজন ভক্ত সুজন শাহের চরিত্রে অভিনয় করেছেন। অন্যদিকে একই গ্রামের ধনীর দুলালি পরির চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি। এই সূজন আর পরির প্রেম কাহিনী নিয়েই নির্মিত ছবিটি।

সাফল্যের ধারাবাহিকতা মুক্তির পঞ্চম সপ্তাহেও বহমান। নতুন সপ্তাহে বেড়েছে হল সংখ্যা, নিশ্চিত করেছেন ছবির পরিচালক রাফি। তিনি বলেন, শুক্রবার ছবিটি মুক্তি পাচ্ছে ৮৩টি হলে। ঈদে ছবিটি মাত্র ২৩টি সিনেমা হলে মুক্তি পায়। পঞ্চম সপ্তাহে এসে ছবিটি এবার মুক্তি পাচ্ছে দেশের ৮৩টি সিনেমা হলে। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল আজিজ গণমাধ্যমকে বলেন, দর্শকদের চাহিদা ছবিটির বেলায় বাড়ছে। তাদের আগ্রহের কারণেই মুক্তির এতোদিন পরেও হল বাড়ানো হচ্ছে।

পঞ্চম সপ্তাহে এসে যেসব হলে মুক্তি পেয়েছে ‘পোড়ামন-২’। এই গুলো হলো- বলাকা সিনেওয়ার্ল্ড : ১০:৩০, ১:৩০, ৩:৩০, ৬:৩০, শ্যামলী সিনেমা : ১২:০০, ২:৪০, ০৫:৩০, ৬:৩০, স্টার সিনেপ্লেক্স : ১০:৩০, ১:৩০, ৪:৩০, ৭:৩০, যমুনা ব্লকবাস্টার : ১১:৩০, ১:০০, ৩:৩০, ৭:৩০, মমো ইন- ঠেঙ্গামারা, বগুড়া।

মধুমিতা সিনেমা, ঢাকা। রানীমহল সিনেমা , ডেমরা। নিউ মেট্টো সিনেমা , নারায়ণগঞ্জ।সেনা অডিটরিয়াম , সাভার। শাপলা সিনেমা , রংপুর। শঙ্খ সিনেমা, খুলনা। চিত্রালী সিনেমা , খুলনা । মমতাজ সিনেমা , সিরাজগঞ্জ। মর্ডান সিনেমা, দিনাজপুর। বনানী সিনেমা , কুষ্টিয়া। ছায়াবানী সিনেমা, ময়মনসিংহ। ঝংকার সিনেমা , পাচদোনা। কেয়া সিনেমা, টাঙ্গাইল। কল্লোল সিনেমা, মধুপুর। বনলতা সিনেমা, ফরিদপুর। প্রীতি সিনেমা, আগলা। রাজিয়া সিনেমা , নাগরপুর।

সনি সিনেমা , ঢাকা। সেনা সিনেমা , ঢাকা। চিত্রামহল সিনেমা, ঢাকা। এশিয়া সিনেমা , ঢাকা। পুনম সিনেমা, ঢাকা। চাঁদমহল সিনেমা, কাচপুর। পান্না সিনেমা , মুক্তারপুর। ফিরোজমহল সিনেমা, পাগলা। চলন্তিকা সিনেমা , গোপালদী । ছন্দা সিনেমা, পটিয়া। বৈশাখী সিনেমা , বাউফল। গ্যারিশন সিনেমা , কুমিল্লা ক্যান্টনম্যান্ট। হ্যাপী সিনেমা , লক্ষীপুর। হিরক সিনেমা , গোবিন্দগঞ্জ। ঝর্না সিনেমা , দাউদকান্দি। কথাচিত্র সিনেমা , কটিয়াদি। মধুমিতা সিনেমা, মাগুরা। মধুমতি সিনেমা, ভৈরব। মোহনা সিনেমা, কোনাবাড়ি। মূয়ূরী সিনেমা, বাগাআছড়া। মনোয়ার সিনেমা, জামালপুর। মুন সিনেমা, হোমনা। নিউ- রজনীগন্ধ্যা সিনেমা, চালা। পালকী সিনেমা , চান্দিনা।

আয়না সিনেমা, আক্কেলপুর। পৃথিবী সিনেমা, জয়পুরহাট। প্রিয়া সিনেমা, ঝিনাইদহ। প্রতিভা সিনেমা, রাজৈর। আলমাস সিনেমা, চট্টগ্রাম। রংধনু সিনেমা, নজিপুর। রাজমনি সিনেমা, বোরাহানুদ্দিন। রূপকথা সিনেমা, পাবনা। রূপসী সিনেমা, ভোলা। সঙ্গীতা সিনেমা, সাতক্ষীরা । অবশর সিনেমা, বিরামপুর। সিক্তা সিনেমা, ধুনট। সোনিয়া সিনেমা, বগুড়া। অবকাশ সিনেমা, ফুলবাড়ি। তিতাস সিনেমা, পটুয়াখালী। উপহার সিনেমা, রাজশাহী। ভিক্টোরিয়া সিনেমা, শ্রীমঙ্গল। মুক্তি সিনেমা, ঢাকা। চম্পাকলি সিনেমা, টঙ্গী। নবীন সিনেমা , মানিকগঞ্জ। রুপালী সিনেমা, কুমিল্লা। তামান্না সিনেমা, সৈয়দপুর। বর্নালী সিনেমা, শাহজাদপুর। বি.জি.বি সিনেমা, সিলেট। সাধনা সিনেমা, রাজবাড়ী। মিলন , মাদারীপুর। পান্না সিনেমা, চুয়াডাঙ্গা। মুন সিনেমা, মুক্তাগাছা। মল্লিকা সিনেমা, উল্লাহপাড়া। মনোরমা সিনেমা, কাপাসিয়া। মোহন সিনেমা, হবিগঞ্জ। রেনেসা সিনেমা, সখিপুর। বুলবুল সিনেমা, চিতলমারি। ঝংকার সিনেমা, বক্সীগঞ্জ। আলতা সিনেমা, সরিষাবাড়ি। আলোছায়া সিনেমা, শরীয়তপুর। সাগর সিনেমা, কালিয়াকৈর। এরই মধ্যে ছবিটি ব্যবসা সফলতার পথে হাঁটছে বলে দাবি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

পরিচালক রায়হান রাফি বলেন, ‘‘অনেক প্রত্যাশা নিয়ে ‘পোড়ামন ২’ ছবিটি নির্মাণ করেছিলাম। এতোটা সাড়া পাবো ভাবিনি। আমার প্রথম কাজ, অনেক ভয়ও কাজ করেছে। কিন্তু সবাই মিলে একটি আদর্শ টিম হিসেবে কাজ করতে পেরেছি বলেই সাফল্য পেয়েছি। মুক্তির চতুর্থ সপ্তাহেও হল মালিকরা দর্শক চাহিদার জন্যই আগ্রহ দেখাচ্ছেন ছবিটি নিয়ে। এটা আনন্দের। আশা করছি নতুন হলগুলোতে দর্শক টানবে ‘পোড়ামন ২’।’’

এদিকে রায়হান রাফি তার প্রথম ছবির সাফল্যের পর হাত দিয়েছেন আরও একটি নতুন ছবিতে। ‘দহন’ নামের সেই ছবিতেও নায়ক-নায়িকা হিসেবে দেখা যাবে সিয়াম-পূজাকে। তাদের সঙ্গে লাক্স তারকা জাকিয়া বারী মম যুক্ত হয়েছেন ব্যতিক্রমী একটি চরিত্রে। এখানে আরও কাজ করছেন ফজলুর রহমান বাবু, শিমুল খান প্রমুখ। সবকিছু ঠিক থাকলে কোরবানির ঈদে মুক্তি পাবে ‘দহন’।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে