ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

সবুজাভ উইকেটের আশায় হোল্ডারও

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১২ ১৮:৩৮:১২
সবুজাভ উইকেটের আশায় হোল্ডারও

আজ টাইগারদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে সাংবাদিকদের সাথে আলাপকালে হোল্ডার জানিয়েছেন এমনটাই। নিজেদের পারফর্মেন্সে যথেষ্ট খুশি ক্যারিবিয়ান অধিনায়ক। পাশাপাশি সামর্থ্যের জানান দিতে পারাতেও তৃপ্ত তিনি। হোল্ডার বলেন,

'আমরা আসলেই অনেক ভালো ক্রিকেট খেলছি। বাংলাদেশকে সর্বশেষ ম্যাচে তিনদিনের মধ্যে হারানোর মাধ্যমে আমরা বুঝাতে পেরেছি আমরা এই ধরণের ক্রিকেটই খেলি। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা দারুণ একটি সিরিজ কাটিয়েছি, আমরা সিরিজটি জিততে পারিনি এবং আমাদের কিছু বিষয় নিয়ে ভাবতে হয়েছে যেগুলো আমরা ঠিক করতে পারতাম।'

স্যাবাইনা পার্কে অনুষ্ঠিতব্য টেস্টে মাঠে নামার আগে আত্মবিশ্বাসের তুঙ্গে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ। আর এই ভেন্যুর উইকেটও হবে অ্যান্টিগার মতো সবুজ বলে প্রত্যাশা করছেন ক্যারিবিয়ান দলপতি। তাঁর বিশ্বাস আগের ম্যাচের থেকেও ধারাবাহিকতা বজায় রাখতে পারবে তাঁর দল। এই প্রসঙ্গে তাঁর ভাষ্য,

'আমি মনে করি টেস্টে আমরা সঠিক পথেই রয়েছি। আমরা এখন অনেক টেস্ট ম্যাচ জিতছি। আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী স্যাবাইনা পার্কে অনুষ্ঠিতব্য টেস্টটি নিয়ে এবং এই ভেন্যু আমাদের জন্য ভালো কিছু এনে দিবে এবং আশা করি ভিন্ন কিছু হবে না। এখানকার উইকেটে কিছুটা ঘাস আছে, সুতরাং আমি আশা করছি আগের ম্যাচের থেকে এই ম্যাচে আরও বেশি ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে