ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন তাসকিন?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১২ ১৮:৩৬:৫৪
আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন তাসকিন?

কিন্তু নির্বাচকরা তাকে উইন্ডিজ সিরিজের জন্য দলে রাখেননি। তবে দলে ডাক না পেলেও আশাহত হননি তাসকিন। ইনজুরি থেকে সেরে উঠে এখন তার একটাই লক্ষ্য যেভাবেই হোক জাতীয় দলে ফিরে আসা।

আর তাই আসন্ন এশিয়া কাপে দলে ফেরার সংকল্প করেছেন তাসকিন। আর এই জন্য দিন দিন নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন তিনি। মিরপুরের অ্যাকাডেমিতে নিয়মিত জিম,রানিং ও বোলিং অনুশীলন করছেন তিনি।

জাতীয় দলে ফেরার বিষয়ে ডানহাতি এই পেসার কথা বলেছেন সময় সংবাদের সাথে। সেখানে নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন এই পেসার। তার ভাষায়,

'এখন ইনজুরি থেকে উঠতেছি। কিন্তু এর থেকেও কঠিন সময় জীবনে এসেছিলো। নিষিদ্ধ হয়েছি। ইনজুরি থেকে সুস্থ হয়ে আবার খেলতে নেমে আবার ইনজুরির শিকার হয়েছি। এমন হয় জীবনে। আল্লাহ রহমত থাকলে আবার ভাল কিছু হবে।

ভেরিয়েশন নিয়ে কাজ করবো। কিন্তু যেহেতু ইনজুরি থেকে উঠতেছি।তাই লেন্থ নিয়ে কাজ করছি। এছাড়া বোলিং এর আরো কিছু স্কিল ভাল করার প্ল্যান আছে।'

এদিকে নিজেকে প্রমান করতে সর্বাত্মক চেষ্টা করবেন এই ডানহাতি পেসার। আর আয়ারল্যান্ড 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলবেন তিনি। আর নতুন ঠিকানায় নিজেকে প্রমান করতে চান এই ডানহাতি। তিনি আরও জানান,

'সামনে যে খেলায় থাকুক না কেনো আমার জন্যে খুব গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডের সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ। এশিয়া কাপের আর কোন খেলা নাই। সেখানে নিজেকে প্রমাণ করার একটা জায়গা রয়েছে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে