ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

রোনালদোর পর মেসিকেও বরণ করে নিতে তৈরি সিরি আ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১২ ১৫:৫৯:০৫
রোনালদোর পর মেসিকেও বরণ করে নিতে তৈরি সিরি আ

১০৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে পাড়ি দেয়ার মাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদো হয়েছেন ইতালিয়ান লিগটির ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়। সাবেক বায়ায়কোনেরি ডিফেন্ডারকে আশা জুগিয়েছে রোনালদোর এ ট্রান্সফারটিই। তার মতে-“রোনালদো সত্যিই দারুণ একজন খেলোয়াড়। হয়ত সে এখন তরুণ নয় তবে সে তার নিজের দায়িত্বের প্রতি সদা নিষ্ঠাবান।

জুভেন্টাসের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা। বিশ্বের সেরা খেলোয়াড়টিকে সাথে নিয়ে জুভেন্টাস তা করতে পারবে বলেই আমার ধারণা। তাছাড়া রোনালদো নিজে জুভেন্টাসকে তার গন্তব্য হিসেবে বেছে নিয়েছে। ইতালিয়ান ফুটবলের জন্যে এটি আসলেও বিশেষ কিছু”।

জুভেন্টাসের হয়ে ৫টি লিগ শিরোপা ও ১টি চ্যাম্পিয়ন্স লিগ জেতা ফ্যারেরা রোনালদোর আগমনে এতটাই আনন্দিত যে যে তিনি এখন লিওনেল মেসিকেও ইতালিয়ান লিগে দেখার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন যে আমরা মেসিকে স্বাগত জানাতে অপেক্ষায় থাকব এবং এটি কোন কথার কথা নয়।

সত্যিই যদি এটি বাস্তবে রূপ নেয় তাহলে জিনিসটা মন্দ হয় না বটে। সময়ের সেরা দুই ফুটবলারের মুখোমুখি দ্বৈরথ যে তবে আবারও আরো কিছুদিন দেখতে পারবে ফুটবল পিপাসুরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে