ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

‘তারা তো লিভ টুগেদারও করছেন, আর কি বাকি রইলো!’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১২ ১৪:১১:৫৮
‘তারা তো লিভ টুগেদারও করছেন, আর কি বাকি রইলো!’

আর হার্দিক পাণ্ডিয়া সঙ্গে সম্পর্কের গুঞ্জনে এবার নতুন করে আলোচনায় এলেন এষা গুপ্তা। আর সেটা হলো লিভ টুগেদারের মধ্য দিয়ে।

তবে হার্দিক পান্ডিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়টিকে একেবারেই প্রকাশ্যে আনতে চাইছেন না এষা। শুধু তাই নয়, হার্দিকের সঙ্গে তার সম্পর্ক যাতে কোনোভাবেই সংবাদমাধ্যমে প্রকাশ না হয়, তার জন্যও তৎপর এ নায়িকা। এষার মতো হার্দিকও বিষয়টি নিয়ে একেবারে চুপই রয়েছেন। আর সেই কারণে ‘লাঞ্চ’ বা ‘ডিনার ডেটে’ বাইরে না গিয়ে, বাড়িতেই হার্দিকের সঙ্গে রুম ডেট করছেন এষা। তাছাড়া রাতেও থাকছেন হার্দিকের বাসায়। তাদের লিভ টুগেদার নিয়ে এখন সরগরম ভারতীয় মিডিয়া।

এষার কাছের একজন বন্ধু জানিয়েছেন, হার্দিকের সঙ্গে নিজের সম্পর্কের কথা এখনই প্রকাশ করতে চাইছেন না এষা। তবে এসব কথা গোপন থাকে না। তাই প্রকাশ হয়ে গেল। তারাতো লিভ টুগেদারও করছেন। আর কি বাকি রইলো!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে