ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

আমাদের প্রত্যেক সেশনেই জিততে হবে : সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১২ ১৩:৩৩:৩৪
আমাদের প্রত্যেক সেশনেই জিততে হবে : সাকিব

মার্চে নিদাহাস টি-টুয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে বিদায় করে খেলে ফাইনালে। ট্রফিটাও প্রায় ছুঁয়ে ফেলেছিল টাইগাররা। কিন্তু এরপর গেল জুনে আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। তখন থেকেই যে পথহারা পাথিক বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেও সেই একই বাংলাদেশ। যারা নিজেদের কেবল হারিয়ে খুঁজছে।

সিরিজ বাঁচানোর টেস্টে মুখোমুখি হওয়ার আগে সাকিব আল হাসান তাই বলছেন, ‘এটি অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আমরা খেলাটা শুরু করবো। সেটা প্রথমে বোলিং বা ব্যাটিং যেটাই হোক না কেন। আমাদের প্রত্যেক সেশনে জিততে হবে। এবং একমাত্র সেটি করতে পারলেই আমাদের ম্যাচে জয় সম্ভব।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে স্বাগতিকদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও সমান সংখ্যাক টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে