ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৭ ফাল্গুন ১৪৩১

থিসারা পেরেরাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১২ ১০:৪৫:২৫
থিসারা পেরেরাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা

এছাড়াও রয়েছে অভিজ্ঞতা উপুল থারাঙ্গা, দসুন শানাকা, লাহিড়ু থিরিমান্নে মত ব্যাটসম্যানরা। বর্তমানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচ খেলছে দুই দল। এরপর এই একই স্টেডিয়ামে শুরু হবে তিনটি একদিনের ম্যাচ।

বাংলাদেশ সফরের জন্য শ্রীলংকা ‘এ’ ওয়ানডে দল

থিসারা পেরেরা – ক্যাপ্টেন, উপুল থারাঙ্গা, দসুন শানাকা – ভাইস ক্যাপ্টেন, লাহিড়ু থিরিমান্নে, শেহান জয়সুরিয়া, আশান প্রিয়াজন, সাদী সমরবিক্রম, চরিত আসালামা, শম্মু আস্থা, মিন্দ ভানুকা, মালিঙ্গা পুষ্টকুমার, নিশান পিরিস, শেহান মাদুশকা, আসিয়া ফার্নান্ডো, ঈশুর উদানা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে