ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া (লাইভ দেখুন)

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১২ ০০:০৩:৪২
ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড-ক্রোয়েশিয়া (লাইভ দেখুন)

২৮ বছর পর সেমি ফাইনালে ইংল্যান্ড। ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে উঠেছে। একবারই উঠেছে এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৯৮ সালের পর দ্বিতীয়বারের মতো শেষ চারে উঠেছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়ান দলটি অভিজ্ঞ। ইংল্যান্ড তারুণ্যনির্ভর দল।

দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে প্রস্তুত ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট বিশ্বাস রাখছেন শিষ্যদের ওপর। তিনি বলেছেন, ‘আমরা প্রস্তুত। খেলোয়াড়দের ওপর আমাদের আস্থা আছে। আমাদের খেলার প্রতি আস্থা আছে।’

একাদশ :

ইংল্যান্ড : জর্ডান পিকফোর্ড, কাইল ওয়াকার, জন স্টোনস, হ্যারি ম্যাগুইরে, জর্দান হেন্ডারসন, কেইরান ট্রিপার, জেসে লিনগার্ড, ডেলে আলি, অ্যাশলে ইয়াং, রাহিম স্টার্লিং, হ্যারি কেন।

ক্রোয়েশিয়া : দানিজেল সুবাসিচ, সিমে ভ্রাসালজকো, দেজান লোভরেন, দোমাগোজ ভিদা, ইভান স্ট্রাইনচ, মার্সেলো ব্রোজোভিচ, আন্তে বেরিচ, লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ, ইভান পেরিসিক, মারিও মানজুকিচ।

খেলাটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে