ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

দ্বিতীয় টেস্টে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১১ ২২:০৩:২২
দ্বিতীয় টেস্টে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

প্রথম টেস্টে লজ্জাজনক হারের পর দ্বিতীয় টেস্টে কেমন হতে পারে টাইগারদের একাদশ এই প্রশ্ন এখন সবার মনে। একাদশে কি কি পরিবর্তন আনলে ঘুরে দাঁড়াতে পারবে টাইগাররা সেটাই জানতে সবাই।

প্রথম টেস্টে এমন হারের পরেও খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই দ্বিতীয় টেস্টের একাদশে। পরিবর্তন আসতে পারে একটি বা দুটি।

গত টেস্টে বাংলাদেশের দুই ইনিংসে সর্বোচ্চ স্কোরার ছিলেন দুই উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাস ও নুরুল হাসান সোহান। তাই তারা দুজন থাকছেন একাদশে তা মোটামুটি নিশ্চিত। সুতরাং, তামিমের সাথে ওপেন করবেন লিটন আর সোহান খেলবেন সাতে। তিন-চার-পাঁচ ও ছয় নম্বরে যথাক্রমে মমিনুল, মুশফিক ও মাহমুদউল্লাহ একাদশে থাকছেন তা নিশ্চিত। সুতরাং বলাই যায় দ্বিতীয় টেস্টে ব্যাটিং ডিপার্টমেন্টে কোন পরিবর্তন আনছেনা বাংলাদেশ।

এবার আসা যাক বোলিং ডিপার্টমেন্টে সাকিবের সাথে দ্বিতীয় স্পিনার হিসেবে থাকছেন মিরাজই গত ম্যাচেও অসাধারণ বোলিং করেছেন তিনি। আর নিজের অভিষেক ম্যাচেই ৩ উইকেট নিয়ে নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন রাহী তাই দলে বহাক থাকছেন তিনি তার সাথেও রাব্বীও। তবে গত টেস্টে বোলিংটা মোটেও ভালো হয়নি রুবেলের। তাকে নিয়ে শুনা যাচ্ছে নানা গুজব, শুনা যাচ্ছে দেশে পাঠিয়ে দেয়া হব্র রুবেলকে তাই দ্বিতীয় টেস্টের একাদশে রুবেলের থাকার সম্ভাবনা নেই একাদশে আসতে পারেন শফিউল ইসলাম।

বাংলাদেশ একাদশ(সম্ভাব্য) : তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বী, শফিউল ইসলাম, আবু জায়েদ রাহী।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে