ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

"আমি নগ্ন অবস্থায় হাউ হাউ করে কেঁদেছিলাম আমি, পরিচালক প্রতিবারই বলেছিল এটাই শেষবার’

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১১ ২১:৪২:১০

এক ইংরেজি দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে কুবরা জানান, পরিচালকের কথায় ক্যামেরার সামনে আমাকে সাতবার নগ্ন হতে হয়েছিল!’

সেক্রেড গেম ওয়েব সিরিজে কুবরাকে এক রূপান্তরকামী বার ড্যান্সারের চরিত্রে দেখা গেছে। কুবরা জানান, বিক্রম আমাকে বার বার একই দৃশ্যে অভিনয় করতে বলছিল। আর বারবারই বলছিল এটাই শেষবার। আমাকে ক্যামেরার সামনে একেবারে নগ্ন হয়ে দাঁড়াতে হয়েছিল। প্রত্যেকটি শটের পরেই আমি মাটিতে শুয়ে হাউ হাউ করে কেঁদেছিলাম।

কুবরা আরও বলেন, তবে যখন দৃশ্যটি দেখি। আমি হতবাক হই। অদ্ভুত সুন্দরভাবে ওই দৃশ্যটি দৃশ্যায়ণ করেছেন বিক্রম। আমি সত্যিই আপ্লুত। তবে বিক্রম কিন্তু বার বার আমার কাছে ক্ষমাও চেয়েছেন, এই দৃশ্যটিকে বার বার ক্যামেরা বন্দি করার জন্য।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে