ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

বিজ্ঞাপনে টাইগার-দিশার পাঁচ কোটি পারিশ্রমিক

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১১ ২১:৩৮:২৭
বিজ্ঞাপনে টাইগার-দিশার পাঁচ কোটি পারিশ্রমিক

সূত্রের খবর, একটি বিজ্ঞাপনের জন্য নাকি টাইগার-দিশা ৫ কোটি দাবি করেছেন। সংশ্লিষ্ট সংস্থা রাজিও হয়ে গিয়েছে জনপ্রিয় এ জুটির অাবদার মেটাতে। শুধু তাই নয়, শিগগিরই ওই বিজ্ঞাপনের শুটিংও শুরু হবে বলে জানা গেছে।

জানা যাচ্ছে, ওই সংস্থা এমন কাউকে চাইছিল, যারা যুব সমাজের কাছে বেশ জনপ্রিয়। এবং, বলিউডে যাদের অন্যতম ‘ফিট কাপল’ বলা হয়। সেই অনুযায়ী, টাইগার এবং দিশাই ছিলেন সঠিক পছন্দ। আর সে অনুযায়ী, তাদের প্রস্তাব দেওয়া হলে, তারা ৫ কোটির দাবি করে বসেন। তবে সংশ্লিষ্ট ওই সংস্থা রাজি হয়ে যাওয়ায়, শিগগিরই কাজ শুরু হবে বিজ্ঞাপনটির।

এদিকে ‘বাঘি- টু’-এর পর ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর সিক্যুয়েলের শুটিং শুরু করেছেন টাইগার শ্রফ। অন্যদিকে, সালমান খানের ‘ভরত’-এর জন্য নিজেকে তৈরি করছেন দিশা পাটানি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে