ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ইংল্যান্ড না ক্রোয়েশিয়া দ্বিতীয় সেমিতে কে জিতবে জানিয়ে দিল ‘উট শাহীন’

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১১ ১৯:৩১:১১
ইংল্যান্ড না ক্রোয়েশিয়া দ্বিতীয় সেমিতে কে জিতবে জানিয়ে দিল ‘উট শাহীন’

এদিকে এবারের বিশ্বকাপে ভবিষৎবানী করে রীতিমত জনপ্রিয় হয়ে গেছে উট শাহীন। ভাগ্য গননায় অধিকাংশ সময়ই মিলে যাচ্ছে তা। আর সেই ভাগ্য গননায় আর তার রায় ক্রোয়েশিয়ার দিকেই।

আজকের ম্যাচের আগে শাহীনের পাশে ক্রোয়েশিয়া ও ইংল্যান্ডের দুটি পতাকা ছিল। আর এই দুইটার মধ্য থেকে উট শাহীন ক্রোয়েশিয়ার পতাকাকেই বেছে নেয়।

তবে ইংল্যান্ডের বিপক্ষে এর আগেও একটি ভবিষ্যবাণী করেছিল এই উট যা সত্য হয়নি।

উলেক্ষ্য, আজ যারা জিতবে আগামী ১৫ তারিখ মস্কোতে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে