ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ইনজুরি থেকে ফিরেই ‘তিন উইকেট’ নিয়ে স্বরুপে কাটার মাস্টার মোস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১১ ১৯:২৮:১৩
ইনজুরি থেকে ফিরেই ‘তিন উইকেট’ নিয়ে স্বরুপে কাটার মাস্টার মোস্তাফিজ

উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসাবে এই ম্যাচের নিজেকে সেভাবেই নিজেকে মেলে ধরেছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত বাংলাদেশ এ দলের হয়ে ১১ ওভার বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। এক মেডেনসহ ৪৪ রান খরচ করে মূল্যবান তিনটি উইকেট লাভ করেছেন মুস্তাফিজ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচ গতকাল প্রথম দিনে নিয়েছিলেন এক উইকেট ।আজকে দ্বিতীয় দিনের প্রথম ওভারেই আবারো উইকেট তুলে নেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দলীয় ৭৮ রানের মাথায় চারিথ আসালাঙ্কা আউট করেন মুস্তাফিজ।পরবর্তীতে সেঞ্চুরি করা জয়সুরিয়াকে ১৪২ রানের ক্যাচ আউট করেন মোস্তাফিজুর রহমান।তার এবং সানজামুলের বোলিং তোপেই ৩১২ রানেই অলআউট হয়েছে শ্রীলঙ্কা এ দল।

ইনজুরিতে টাইগারদের উইন্ডিজ সিরিজ মিস করলেও আশা করা হচ্ছে আগামী ২২ জুলাই থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে দেখা যাবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে