ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

দ্বিতীয় দিনের খেলা শেষে লংকানদের বিপক্ষে বাংলাদেশের স্কোরবোর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১১ ১৯:১১:৪৯
দ্বিতীয় দিনের খেলা শেষে লংকানদের বিপক্ষে বাংলাদেশের স্কোরবোর্ড

দ্বিতীয় ইনিংসে ১৪৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ এ দল ।শুরুতেই ভাল সুচনা এনে দেন দুই ওপেনার সাদমান ইসলাম এবং সৌম্য সরকার।দলীয় ৩৭ রানের মাথায় ১৯ রান করে সাদমান ফিরে গেলেও দ্বিতীয় দিনে আর কোন বিপদে পড়েনি বাংলাদেশ।

মিজানুর কে নিয়ে দলীয় অর্ধশতক পূরণ করে ওপেনার সৌম্য সরকার।তাদের ব্যাটেই দলীয় অর্ধশতক পার করে বাংলাদেশ।দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫৭ রান।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:বাংলাদেশ: ১৬৭/১০ (প্রথম ইনিংস)(সাদমান ৯, সৌম্য ১৪, মিজানুর ১৪, সাইফ ৭, জাকির ৪২, মিঠুন ৩, আফিফ ১২, সানজামুল ৪১*, নাঈম ২২, মুস্তাফিজ ০, খালেদ ১)শ্রীলঙ্কা: ৩১২/১০ (প্রথম ইনিংস)(সামারাবিক্রিমা ৫, জয়সুরিয়া ১৪২, থিরিমান্নে ১২, আসালঙ্কা ৭, আশান শাম্মু ৬০, শরতচন্দ্র ২০ পুস্পকুুুমারা ২৭)।বাংলাদেশ: ৫৭/১ (দ্বিতীয় ইনিংস) সৌম্য ২৪*,সাদমান ১৯, মিজানুর ১৩*।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে