ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে মাশরাফি বিন মুর্তজা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১১ ১৬:১৭:৩৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে মাশরাফি বিন মুর্তজা

সেই ব্যাকটেরিয়া প্রতিরোধে ১০টি ইনজেকশন পুশ করার কথা বলেছেন চিকিৎসকরা। আবার দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকায় বিগত পাঁচ-ছয়দিন যাবত অনুশীলনেও আসতে পারছেন না মাশরাফি। কারণ অসুস্থ স্ত্রীর ও ছেলে-মেয়েকে তাকেই সামলাতে হচ্ছে।

গত দুই সপ্তাহ যাবত জ্বরে ভুগছিলেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সহধর্মিণী সুমনা হক। কিন্তু অবস্থার উন্নতি না হওয়া রাজধানীর এপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিন দিন।

গত কয়েকদিন এপোলো তে চিকিৎসা শেষে এখন কিছুটা সুস্থ হয়ে উঠছেন মাশরাফির সহধর্মীনি। ওয়ানডে অধিনায়কের পারিবারিক সূত্রে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট চলাকালীন ক্যারিবীয় দ্বীপের উদ্দেশ্যে রওয়ানা করবেন তিনি।

বাংলাদেশ ওয়ানডে দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান , তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে