ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

‘পৃথিবীর মোট ব্যাস’-এর চেয়ে বেশি দৌড়ছে রাশিয়া বিশ্বকাপের ফুটবলাররা!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১১ ১৫:৫৬:৫৪
‘পৃথিবীর মোট ব্যাস’-এর চেয়ে বেশি দৌড়ছে রাশিয়া বিশ্বকাপের ফুটবলাররা!

রাশিয়া বিশ্বকাপের ইতিমধ্যে ফ্রান্স অন্যদিকে আজ ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যে এক দল যাবে ফাইনালে।

এদিকে রাশিয়া বিশ্বকাপের ৬০ ম্যাচ শেষে মোট ৬০৫ জন খেলোয়াড় মিলে মাঠে চষে বেড়িয়েছেন মোট ১২ হাজার ৫২৬ কিলোমিটার। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত মাঠে সবচেয়ে বেশি জায়গা দৌড়েছেন রাশিয়ার খেলোয়াড়েরা।

মোট ৬২৫ কিলোমিটার দৌড়ে বেড়িয়েছে স্বাগতিক দল। বিশ্বকাপে ৬০০ কিলোমিটার পার করা একমাত্র দল রাশিয়া।

খেলোয়াড় হিসেবে মাঠে সবচেয়ে বেশি জায়গা দাপিয়ে বেড়িয়েছেন রাশিয়ার মিডফিল্ডার রোমান জবনিন। ৫ ম্যাচে ৫১০ মিনিট খেলে মোট ৬২ হাজার ৯৫২ মিটার, অর্থাৎ প্রায় ৬৩ কিলোমিটার দৌড়েছেন জবনিন। ২৪ বছর বয়সী মিডফিল্ডার কোনো গোল করতে পারেননি, এমনকি সতীর্থদের কোনো গোলে সহায়তাও করেননি। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে প্রতিপক্ষকে আটকে রাখাই ছিল তাঁর মূল কাজ।

এদিকে, ম্যাচগুলোতে মিডফিল্ডাররা দৌড়েছেন ৪৮৫৭ কিলোমিটার, ডিফেন্ডাররা ৪৭০৪ কিলোমিটার। ফরোয়ার্ডরা দৌড়েছেন ২৪৪৭ কিলোমিটার, এমনকি গোলকিপাররাও দৌড়েছেন ৫১৬ কিলোমিটার।

বিশ্বকাপে সবচেয়ে কম দৌড়ানো খেলোয়াড় কে? তালিকাটা বের হয়ে যাবে নিশ্চয়ই এর মধ্যে। তবে এটা অনুমান করে নেওয়াই যায়, অনফিল্ড খেলোয়াড়দের মধ্যে সেরা পাঁচে লিওনেল মেসি থাকলেও থাকতে পারেন! এমনকি কোনো কোনো গোলরক্ষকও তাঁর চেয়ে বেশি দৌড়ে থাকতে পারেন!

মাঠে সবচেয়ে বেশি দৌড়ানো পাঁচ দল:

দেশের নাম——কতটুকু দৌড় (কি.মি.)

#রাশিয়া————-৬২৫

#ক্রোয়েশিয়া———-৫৮০

#ইংল্যান্ড————৫৬৬

#সুইডেন————-৫২৬

বেলজিয়াম———–৫২৫

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে