ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

লঙ্কান টেলএন্ডাররাও ভোগাচ্ছে টাইগারদের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১১ ১৫:৩৮:১৬
লঙ্কান টেলএন্ডাররাও ভোগাচ্ছে টাইগারদের

টসে জিতে ব্যাটিং করতে নেমে মাত্র ১৬৭ রানে অলআউট হয়েছে তারা। তিন স্পিনার প্রবাথ জয়সুরিয়া, মালিন্দা পুস্পকুমারা এবং শিহান জয়সুরিয়া প্রত্যেকে ৩ উইকেট নিয়ে ধ্বস নামিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। আর একটি উইকেট নিতে পেরেছেন বিশ্ব ফার্নান্ডো।

তবে বাংলাদেশের এই রানের জবাবে খেলতে নেমে বিপদের মুখে পড়তে হয়েছে শ্রীলঙ্কা 'এ' দলকেও। স্কোরবোর্ডে ৪৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে তারা।

শেষ পর্যন্ত সেই তিন উইকেটেই ৭৮ রান করে প্রথম দিন শেষ করে তারা। আর চতুর্থ দিন সকালে ব্যাট করতে নেমে শুরুতেই মুস্তাফিজুর রহমানের আঘাতে সাজঘরে ফেরেন চারিথ আসালঙ্কা।

মুস্তাফিজের দ্বিতীয় শিকার হয়ে বিদায় নেন তিনি। তবে চার উইকেট হারালেও আহাসান শাম্মুকে সঙ্গে নিয়ে দলের পক্ষে রান তুলতে থাকেন শিহান জয়সুরিয়া। দলের স্কোর বাড়ানোর পাশাপাশি সেঞ্চুরি তুলে নেন তিনি।

তাকে সঙ্গ দেয়া শাম্মু নিজেও তুলে নেন ফিফটি। কিন্তু ব্যাক্তিগত ৬০ রানে শাম্মুকে সাজঘরে ফেরান সানজামুল ইসলাম। ধীরে ধীরে বিপদজনক হয়ে যাওয়া শিহান জয়সুরিয়াকে ফিরিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। যাওয়ার আগে ১৫৫ বলে ১৫ টি চার ও চারটি ছক্কায় ১৪২ রানের ইনিংস খেলে বিদায় নিয়েছেন জয়সুরিয়া।

প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত শ্রীলংকা 'এ' দলের স্কোর ৬৭ ওভারে ২৬৬ রান, ৬ উইকেট হারিয়ে। লঙ্কান দলের টেল এন্ডাররা ভালই ভোগাচ্ছে দলকে। এই মুহূর্তে চা পান বিরতিতে আছে দুই দল।

বাংলাদেশ ‘এ’ দল একাদশ:

সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, নাইম হাসান, সাইফ হাসান, জাকির হোসাইন, খালেদ আহমেদ, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক ও উইকেটরক্ষক), সানজামুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা ‘এ’ দল একাদশ:

লাহিরু থিরিমান্নে (অধিনায়ক), শিহান জয়সুরিয়া, সাদিরা সামারাবিক্রমা, আসান শাম্মু, চারিথ আসালাঙ্কা, মনোজ শরৎচন্দ্র (উইকেটরক্ষক), প্রভাত জয়সুরিয়া, শিহান মাদুশাঙ্কা, মালিন্দা পুষ্পকুমারা, আসান প্রিয়ঞ্জন ও বিশ্ব ফার্নান্ডো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে