ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

বিশ্বজুড়ে ফুটবলার রপ্তানিতে শীর্ষে ব্রাজিল, তিনে আর্জেন্টিনা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১১ ১১:১৪:০৫
বিশ্বজুড়ে ফুটবলার রপ্তানিতে শীর্ষে ব্রাজিল, তিনে আর্জেন্টিনা

বিশ্বের সবচেয়ে নাম করা সেরা পাঁচ লিগ হল প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরিএ, স্পানিশ লা লিগা, বুন্দেশ লিগা এবং ফ্রেঞ্চ লিগ ওয়ান। ইউরোপ ও সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই পাঁচ লিগ। এছাড়া চ্যাম্পিয়ন্স লীগ তো আছেই।

এদিকে শুধুমাত্র এই পাঁচ লিগই নয়, পুরো বিশ্বের যত পেশাদার লিগ আছে সেসব লিগে সবচেয়ে বেশি খেলোয়ার রপ্তানি করে ফুটবলের শিল্পের দেশ ব্রাজিল। পাঁচ বারের বিশ্বকাপ জয়ী এই দলটির ফুটবলার বিশ্বের ব্যাপক ভাবে সমাদৃত। আর এই দেশটি থেকে বর্তমানে ১২৩৬ জন ফুটবলার বিশ্বের বিভিন্ন লিগে খেলছে।

তালিকার দুই নম্বরে আছে ফ্রান্স। তাদের রপ্তানি করা খেলোয়ারের সংখ্যা ৮২১ জন। আর্জেন্টিনা আছে তিন নম্বরে। তাদের সংখ্যাটা ৭৬০ জন।

এছাড়া চার নম্বরে আছে সার্বিয়া। তাদের সংখ্যা ৪৬৫ জন।

আধুনিক ফুটবলের জনক ইংল্যান্ডের আছে ৪১৩ জন। ৬ নম্বরে থাকা স্পেনের ফুটবলার রপ্তানির সংখ্যা ৩৬১ জন।

এরপর তালিকায় দশের মধ্যে আছে ক্রোয়েশিয়া (৩৪৬), জার্মানী (৩৪৬), কলম্বিয়া (৩২৭) ও উরুগুয়ে (৩২৪)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে