ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

গুরুতর অসুস্থ স্ত্রীর পাশে থাকতেই উইন্ডিজ সিরিজ খেলা হচ্ছে না মাশরাফির

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১১ ১১:১২:০৫
গুরুতর অসুস্থ স্ত্রীর পাশে থাকতেই উইন্ডিজ সিরিজ খেলা হচ্ছে না মাশরাফির

মাশরাফির স্ত্রী সুমি অসুস্থ প্রায় সপ্তাহদুয়েক ধরেই। প্রচণ্ড জ্বর। জানা গেছে রক্তে এক ধরনের ব্যাকটেরিয়া ধরা পড়েছে। সেই ব্যাকটেরিয়া প্রতিরোধে ১০টি ইনজেকশন পুশ করার কথা বলেছেন চিকিৎসকরা। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে রেখে সেই অপারেশন চলছে।

মাশরাফির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সাত ইনজেকশন দেয়ার পর স্ত্রীর উল্লেখযোগ্য উন্নতি ঘটলে দশটি ইনজেকশন নাও লাগতে পারে। এরকম অবস্থায় মাশরাফি পাঁচ-ছয়দিন যাবত অনুশীলনেও আসতে পারছেন না। প্রায় সার্বক্ষণিকভাবে অসুস্থ স্ত্রীর পাশেই থাকতে হচ্ছে তাকে। যেহেতু ছেলে-মেয়েরও বয়স খুব কম, তাই তাদেরও সামলাতে হচ্ছে। সবমিলিয়ে পারিবারিক সমস্যায় জর্জরিত মাশরাফি।

এদিকে মাশরাফি কি আদৌ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবেন? এই প্রশ্নে হ্যাঁ-না পরিষ্কার কিছু বলতে পারেননি বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি জানান, ভীষণ চিন্তায় পড়ে গেছি। মাশরাফি ওয়ানডে সিরিজ খেলতে পারবে কিনা তা নিয়ে রয়েছে যথেষ্ঠ সংশয়। তার স্ত্রীর বর্তমান যে অবস্থা তাতে খেলার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। আমি আজ মাশরাফির সাথে এ নিয়ে খোলাখুলি কথা বলেছি। সে তার স্ত্রী অসুস্থতা ও পুরো পরিবারের অবস্থা তুলে ধরেছে। বিষয়টি খুবই স্পর্শকাতর ও মানবিক। একদিকে স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে, অন্যদিকে দুটি ছোট বাচ্চা (এক ছেলে, এক মেয়ে)। দুইদিকেই দেখভাল করতে হচ্ছে মাশরাফিকে। অসুস্থ স্ত্রীর চিকিৎসার ব্যাপারে প্রতিনিয়ত চিকিৎসকদের শলা পরামর্শের পাশাপাশি সন্তানদেরও দেখভাল করতে হচ্ছে। এরকম অবস্থায় তার খেলতে যাওয়ার সম্ভাবনা খুব কম।’

তবে মাশরাফির খেলার ব্যাপারে আশা ছাড়েনি বাংলাদেশ দল। শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে বলা জানান প্রধান নির্বাচক নান্নু।

তিনি আরো বলেন, ‘আমরা এখনো পুরোপুরি আশা ছাড়িনি। এখনো মাশরাফির যেতে তিনদিন (১৩ তারিখ মধ্যরাতে দেশ ছাড়ার কথা মাশরাফির) বাকি আছে। আমরা ১২ জুলাই পর্যন্ত অপেক্ষা করবো।

উলেক্ষ্য, আগামী ২২ জুলাই গায়নায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। আর তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৮ জুলাই, সেইন্ট কিটসে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে