ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

রিয়াল মাদ্রিদে যারা হতে পারেন রোনালদোর উত্তরসূরী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১১ ১১:০৬:২৪
রিয়াল মাদ্রিদে যারা হতে পারেন রোনালদোর উত্তরসূরী

কিন্তু কারা হতে পারেন রোনালদোর সম্ভাব্য রিপ্লেসমেন্ট? চলুন দেখে আসি তেমন কিছু নাম-নেইমারঃ নেইমারের ওপর রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের আসক্তিটা বেশ পুরোনো। যদিও ২০১৩ সালে তাকে সাইন করতে চাইলেও ব্রাজিলিয়ান উইঙ্গার যোগ দেন বার্সেলোনায়। কাতালান ক্লাব থেকে গত বছর ট্রান্সফার মার্কেটের বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগদান করেন নেইমার। ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান হতে পারেন রিয়ালের লেফট উইং এ প্রথম পছন্দ।

কিলিয়ান এমবাপ্পেঃ বর্তমান সময়ের সেরা উদীয়মান খেলোয়াড়ের নাম বললে হয়ত এমবাপ্পের নামটাই সবার শুরুতে আসবে। মোনাকোর হয়ে গত বছরে হৈ চৈ ফেলে দেয়া এই ১৯ বছর বয়সী এক বছরের জন্য ধারে যোগ দেন পিএসজিতে। অবশেষে এ বছরে পাকাপাকিভাবে ফরাসি ক্লাবটি দলে টেনেছে এমবাপ্পেকে। গত বছরও এই ফ্রেঞ্চ ফরোয়ার্ডের জন্য বিড করেছিল রিয়াল, হয়ত আবারও তাকে দলে টানার আরেকটি চেষ্টা করবে স্প্যানিশ ক্লাবটি।

ইডেন হ্যাজার্ডঃ বছর কয়েক আগেই জিনেদিন জিদানের অধীনে রিয়ালে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন হ্যাজার্ড। কয়েকদিন আগেই আবার রিয়াল মাদ্রিদকে নিজের স্বপ্নের ক্লাব বলে অভিহিত করেছেন বেলজিয়ান উইঙ্গার। ২৭ বছর বয়সী বেলজিয়ানের সম্ভবত এটাই রিয়ালে যোগদান করার সর্বোত্তম সুযোগ। হ্যাজার্ড যে খেলে থাকেন রোনালদোর পজিশন লেফট উইং এই।

হ্যারি কেইনঃ গত ৫ বছরে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ধারাবাহিক পারফর্মার কেইন। একাধিকবার জিতেছেন সর্বোচ্চ গোলদাতা গোল্ডেন বুটের পুরস্কার। ২৪ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকারের গোলস্কোরিং রেকর্ড বেশ ঈর্ষনীয়। ৬ গোল নিয়ে তিনিই এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। সম্প্রতি টটেনহামের সঙ্গে চুক্তি নবায়ন করলেও হ্যারি কেইনকে দলে টানার একটা চেষ্টা তাই করতেই পারে রিয়াল।

সার্গেজ মিলিঙ্কোভিক স্যাভিচঃ লাজিওর হয়ে সার্বিয়ান মিডফিল্ডারের পারফরম্যান্স গত মৌসুমে ছিল দেখার মত। রিয়াল মাদ্রিদও খুব সম্ভবত আগ্রহী এই সার্বিয়ানের প্রতি। সার্বিয়ান হলেও স্যাভিচের জন্ম স্পেনেই। ২৩ বছর বয়সী স্যাভিচের সামনে তাই অপেক্ষা করছে সম্ভাবনাময় এক ভবিষ্যত।

মাউরো ইকার্দিঃ আর্জেন্টাইন স্ট্রাইকারের প্রতি রিয়াল মাদ্রিদের আগ্রহের কথা শোনা গিয়েছিল গত মৌসুমে। গত মৌসুমে যে ইন্টার মিলানের ইকার্দিই ছিলেন ইতালিয়ান সিরি আ এর সর্বোচ্চ গোলদাতা। ১১০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজের এই ২৪ বছর বয়সী তাই হতে পারেন রিয়াল মাদ্রিদের জন্যে দারুণ এক অপশন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে