ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

সেমি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১১ ০১:৫৩:৩৩
সেমি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে

এই তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে সদ্য এশিয়া কাপ জিতে আসা দলটির। নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৮ উইকেটের জয় পায় বাংলাদেশের নারীরা। পরের ম্যাচে এসে স্বাগতিক নেদারল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি টাইগ্রেসরা। সেই ম্যাচে তাদের মাত্র ৪২ রানে আটকিয়ে দেয় বাংলাদেশ দল। জবাবে ৭ উইকেটের জয় তুলে নিইয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সালমারা। আর গতকাল তৃতীয় ম্যাচে ফাহিমার হ্যাটট্রিকে আরব আমিরাতকে ৩৯ রানে গুটিয়ে দিয়ে তুলে নেয় ৮ উইকেটের জয়।

এদিকে সেমিফাইনালে বি গ্রুপের রানার্স আপের সঙ্গে লড়বেন তারা। আর ‘বি’ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে শেষ চারে উঠে এসেছে স্কটল্যান্ড। তাই সেমিফাইনালে বাঘিনীদের প্রতিপক্ষ হচ্ছে তারাই। তাই বলাই যাচ্ছে টাইগ্রেসদের সেমিফাইনালের পথটা বেশ মসৃণ। টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচেও স্কটল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ।

সেমিফাইনালে আগামীকাল ১২ জুলাই মাঠে নামবে টাইগ্রেসরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে