ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

দেশে ফিরে আসার ঘটনাকে ভিত্তিহীন বললেন রুবেল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১১ ০১:৫১:৩১
দেশে ফিরে আসার ঘটনাকে ভিত্তিহীন বললেন রুবেল

উইন্ডিজের মাটিতে দলের শৃঙ্খলা ভেঙে সহযোগী ক্রিকেটারদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন এই টাইগার পেসার। এছাড়াও অ্যান্টিগা টেস্টে তার বোলিং গতি নিয়ে উঠেছে অভিযোগ। উক্ত অভিযোগ ও ঘটনাগুলোকে মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করেছেন রুবেল।

মঙ্গলবার (১০ জুলাই) রাতে এই বিষয়কে কেন্দ্র করে তার নিজস্ব অফিসিয়াল ফেইসবুক পেইজে রুবেল বলেন, ‘একটি বিষয় আমি সবার কাছে পরিষ্কার করতে চাচ্ছি। আমাদের দলের প্রত্যেক ক্রিকেটারেরই একে অপরের সাথে ভাইয়ের মত সম্পর্ক। কিন্তু সাম্প্রতিক সময়ে আমি লক্ষ্য করেছি যে, আমাকে কেন্দ্র করে কিছু অনলাইন পোর্টালে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’

অনলাইন পোর্টালে ভিত্তিহীন খবরে সবাইকে সতর্ক রেখে তিনি আরও বলেন, ‘ব্যাপারটি নিয়ে আমি খুবই দুঃখিত ও মর্মাহত। আমার শুভাকাঙ্খী সকলকে অনুরোধ করবো এধরনের ভিত্তিহীন খবরের ব্যাপারে সতর্ক হতে। আমি এবং দলের সবাই আপ্রাণ চেষ্টা করছি ভালো করার জন্য। আপনারা সবাই আমার জন্য এবং দলের জন্য দোয়া করবেন।’

উলেখ্য, অ্যান্টিগায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানে হারা সফরকারী বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে ১৭ ওভার বল করে ৪৪ রানের বিনিময়ে উইকেটশূন্য থেকেছেন রুবেল হোসেন। ওভার প্রতি তার ইকোনমি ২.৬।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে