ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপ চলাকালেই মারা গেল ভবিষ্যতবাণী করা সেই জ্যোতিষী বিড়াল!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১০ ২২:৫৬:৫৭
বিশ্বকাপ চলাকালেই মারা গেল ভবিষ্যতবাণী করা সেই জ্যোতিষী বিড়াল!

বিশ্বকাপের ছ’টি ম্যাচে এমনই প্রেডিকশন করে জনপ্রিয় হয়েছিলো বেয়ডেন নামে বেড়াল। সে ছিলো চীনের বাসিন্দা। ফরবিডন সিটির প্যালেস মিউজিয়ামে ছিলো তার বাস।

চীনে এই বিড়ালটি এতটাই জনপ্রিয় হয়েছিলো যে, চীনের দেশীয় টুইটার অ্যাকাউন্ট ‘উইবো’-তে তার একটি অ্যাকাউন্টও রয়েছে।

কিন্তু, চলতি বিশ্বকাপের মাঝেই মারা গেল বেয়ডেন। কয়েকদিন আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে বেয়ডেন। তার পিছনের পায়ে জোর পাচ্ছিল না বলে তাকে তড়িঘড়ি পশু হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিনের মাথায় সে খানিক উঠে বসলে, সকলেই খুব খুশি হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। গত ৫ জুলাই, চলে যায় বেয়ডেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে