ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় নিষিদ্ধ হলেন শেহজাদ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১০ ২২:৫৬:০০
ডোপ টেস্ট পজিটিভ হওয়ায় নিষিদ্ধ হলেন শেহজাদ

এরই মধ্যে বোর্ড থেকে শেহজাদকে নোটিশ পাঠানো হয়েছে। ১৪ দিনের মধ্যে তাকে নোটিশের যাবতীয় তথ্য দিতে হবে।

পিসিবির নির্দেশে ফয়সালাবাদে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট পাকিস্তান কাপ চলার সময়ে এই ডোপ পরীক্ষা করা হয়। এরপর পাকিস্তানের এক সংবাদমাধ্যমে শেহজাদের ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ার খবর প্রকাশিত হয়।

আইসিসির তথ্য মতে, সরকার অনুমোদিত ডোপিং-বিরোধী সংস্থার থেকে কেমিক্যাল রিপোর্ট পাওয়ার পরই কেবল ডোপ পরীক্ষায় ব্যর্থ ক্রিকেটারদের নাম প্রকাশ করা যাবে। জুনের শুরুর দিকেই আন্তর্জাতিক ডোপিং-বিরোধী সংস্থার (ওয়াডা) অনুমোদিত ভারতীয় ল্যাবরেটরি থেকে পিসিবির কাছে রিপোর্ট পৌঁছায়।

ডোপ টেস্টের ফল অনুযায়ী প্রাথমিকভাবে নিষিদ্ধ হয়েছেন শেহজাদ। আন্তর্জাতিক ও বোর্ড আয়োজিত কোনো ম্যাচে খেলতে পারবেন না তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে