ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে অবসর নিচ্ছেন ওজিল?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১০ ২২:৫৪:৪৯
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে অবসর নিচ্ছেন ওজিল?

মূলত সমস্যাটার সূত্রপাত একটি ছবি। বিশ্বকাপ শুরুর পূর্বে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর্দোগানের সঙ্গে সাক্ষাতের পর একই ফ্রেমে বন্দী হন তুর্কি বংশোদ্ভূত দুই জার্মান ফুটবলার মেসুত ওজিল ও এলকায় গুন্ডোগান। ফলশ্রুতিতে জার্মানদের তীব্র সমালোচনার মুখে পড়েন তারা।

জার্মান মিডিয়ায়ও তুমুল তোপের মুখে পড়েন ওজিল। তার ওপর বিশ্বকাপে ওজিলের পারফরম্যান্সেরও ছিল হতশ্রী দশা। ২০১০ সালের পর প্রথমবারের মত ইনজুরি ব্যতিত জার্মানির একাদশ থেকেও ছিটকে পড়েন ওজিল। পরবর্তী জার্মানি গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়ার পর বলির পাঁঠা হিসেবে সমালোচনার মূল পাত্র হন ওজিল। পরে এ নিয়ে মন্তব্য করেছেন ওজিলের বাবাও।

এত কিছুর পরেও হয়ত জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারতেন ওজিল। কিন্তু জার্মান ফুটবল ফেডারেশন থেকেও আশানুরূপ সমর্থন পাননি তিনি। শেষ পর্যন্ত কোথাও সমর্থন না পেয়ে হয়ত তাই বিদায় বলে দিতে পারেন আন্তর্জাতিক ফুটবলকেই। এখন দেখার বিষয় তুর্কি বংশোদ্ভূত জার্মান মিডফিল্ডার কি সিদ্ধান্ত নেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে