ঢাকা, শনিবার, ১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ম্যাচ শুরুর আগেই জানা গেল কে জিতবে প্রথম সেমিতে!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১০ ২২:৫০:৩৮
ম্যাচ শুরুর আগেই জানা গেল কে জিতবে প্রথম সেমিতে!

এদিকে খেলার শুরুর আগে হলফ করে বলা মুশকিল কে জিতবে। তবে উট শাহীন ভবিষ্যদ্বাণী করেছে প্রথম সেমিফাইনালে জিতবে ফ্রান্স।

আজকের আগে ইউরোপের এই দুই প্রতিবেশী দেশ ৭৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। অতীতের সেই সাক্ষাতে ২৪ ম্যাচ জয় পেয়েছে ফ্রান্স। আরর ৩০ ম্যাচে জয় পেয়েছে বেলজিয়াম। বাকি ১৯টি ম্যাচ হয়েছে ড্রয়ে মীমাংসা হয়েছে।

বেলজিয়াম দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে। এর আগে ১৯৮৬ সালে সেমিতে খেলেছিল ইউরোপের দেশটি। ওই আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয় তাদের।

অনদিকে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স। ১৯৯৮ সালে ক্রোয়েশিয়া ও ২০০৬ সালে পর্তুগালকে হারিয়ে ফাইনালে খেলে ফ্রান্স।

বেলজিয়ামের সম্ভাব্য প্রথম একাদশ:কুর্তোয়া, ভার্টনঘেন, কোম্পানি, চাদলি, অ্যাল্ডারউইরেল্ড, ফেলাইনি, উইটজেল, কারাসকো, লুকাকু, ডি ব্রুইন, হ্যাজার্ড।

ফ্রান্সের সম্ভাব্য প্রথম একাদশ:লরিস, ভারান, উমতিতি, হার্নান্দেস, পাভার্ড, পোগবা, কন্তে, মাতুইদি, গ্রিজম্যান, এমবাপে ও জিরু।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে