ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

জয়ের জন্য যে সামান্য রানের টার্গেট বাঘিনীদের সামনে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১০ ২১:১০:৪৫
জয়ের জন্য যে সামান্য রানের টার্গেট বাঘিনীদের সামনে

এই ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদশ অধিনায়ক সালমা খাতুন। শুরু থেকেই চাপে রেখে অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন টাইগ্রেস বোলাররা।

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আমিরাত। ওপেনার এশা রোহিতের ১৮ রান ছাড়া আর কেউই দুই অঙ্কে যেতে পারেননি। এর মধ্যে একই ওভারে ডোনা, এশা ও এগোডেজকে আউট করে নিজের হ্যাট্রিক পূরণ করেন ফাহিমা।

তাছাড়া টাইগ্রেস বোলারদের মধ্যে নাহিদা ও রুমানা ২ টি করে উইকেট তুলে নিয়েছেন। ফলে ১৬.২ ওভারে মাত্র ৩৯ রানে গুটিয়ে গেছে আরব আমিরাত। কিছুক্ষণের মধ্যেই এই ছোটো লক্ষ্য তাড়া করে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ নারী দলের একাদশঃ শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, ফারজানা হক, নিগার সুলতানা, রুমানা আহমেদ, ফাহিমা খাতুন, খাদিজা তুল কুবরা, নাহিদা আকতার, সানজিদা ইসলাম, পান্না ঘোষ ও সালমা খাতুন (অধিনায়ক)।

সংযুক্ত আরব আমিরাতের একাদশঃ এশা রোহিত, চামানি সেনভিরান্তা, নিশা আলী, উডেনি ডোনা, হিনা হটচান্দানি, কাভিশা এগডেজ, শুভা শ্রীনিভাসন, রূপা নাগরাজ, হুমাইরা তাসনিম (অধিনায়ক), জুডিট ক্লিটাস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে