ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

এবার ফাহিমার আঘাত,১১ ওভার শেষ দেখুন সর্বশেষ স্কোর...

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১০ ২০:৫৪:৫৫
এবার ফাহিমার আঘাত,১১ ওভার শেষ দেখুন সর্বশেষ স্কোর...

আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে আরব আমিরাত। তারা ওপেনিং জুটি থেকে তোলে ১৬ রান। এরপর ৭ রান করা সেনেভিরান্তা রান আউট হয়ে ফিরলে প্রথম উইকেটের পতন হয় আরব আমিরাতের।

দ্বিতীয় উইকেট জুটিকেও বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ফাহিমা। তিনি ৫ রান করা নিশাকে ক্যাচ বানিয়ে আউট করেছেন নিগার সুলতানার। ১১ ওভার শেষে আরব আমিরাতের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৮ রান।

এদিকে, আগের দুই ম্যাচে জিতে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ নারী দল। আজ জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ চারে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৮ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল।

বাংলাদেশ নারী দলের একাদশঃ শামীমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, ফারজানা হক, নিগার সুলতানা, রুমানা আহমেদ, ফাহিমা খাতুন, খাদিজা তুল কুবরা, নাহিদা আকতার, সানজিদা ইসলাম, পান্না ঘোষ ও সালমা খাতুন (অধিনায়ক)।

সংযুক্ত আরব আমিরাতের একাদশঃ এশা রোহিত, চামানি সেনভিরান্তা, নিশা আলী, উডেনি ডোনা, হিনা হটচান্দানি, কাভিশা এগডেজ, শুভা শ্রীনিভাসন, রূপা নাগরাজ, হুমাইরা তাসনিম (অধিনায়ক), জুডিট ক্লিটাস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে