ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

থাই ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচসহ সবাই উদ্ধার

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১০ ১৮:৫৩:০৯
থাই ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচসহ সবাই উদ্ধার

রোববার ও সোমবার চারজন করে আটজন কিশোর ফুটবলারকে উদ্ধার করা হয়। মঙ্গলবার অভিযানের তৃতীয় দিনে এসে বাকি চার ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করা হলো।

বিষয়টি নিশ্চিত করে থাই নেভি সিল তাদের ফেসবুক পেজে জানিয়েছে, ১২ ক্ষুদে ফুটবলার ও তাদের কোচসহ সবাইকে উদ্ধার করা হয়েছে। সফলতার সঙ্গেই অভিযান সম্পন্ন হয়েছে। উদ্ধার হওয়াদের সবাই নিরাপদ আছেন।

গত ২৩ জুন ১২ জন ক্ষুদে ফুটবলারদের নিয়ে তাদের কোচ এক্কাপল চান্তাওয়াং গুহা দেখতে যান। কিন্তু গুহার ভেতরে ঢুকলে হঠাৎ বৃষ্টি আসলে তারা গুহার মুখ থেকে প্রায় ৪ কিলোমিটার ভেতরে চলে যান এবং সেখানেই আটকা পড়েন। তাদের অক্সিজেন দিতে গিয়ে এক ডুবুরির মৃত্যু হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে