ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ওয়ানডে সিরিজে অনিশ্চিত মাশরাফি!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১০ ১৮:২৩:২২
ওয়ানডে সিরিজে অনিশ্চিত মাশরাফি!

ছিলো বলা হচ্ছে কারণ এরই মধ্যে অনিশ্চিত হয়ে পরেছে মাশরাফির ক্যারিবিয়ান সফর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন এমন তথ্য।

তিনি আরো জানিয়েছেন মূলত নিজের স্ত্রী সুমনা হক অসুস্থ থাকার কারণে ওয়েস্ট ইন্ডিজে যাওয়া নিয়ে দোটানায় ভুগছেন নড়াইল এক্সপ্রেস।

যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। আর তাই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এখনই।

তথ্য মতে মাশরাফির স্ত্রী বর্তমানে রক্তের সংক্রমণ জনিত সমস্যায় ভুগছেন। আর এই কারণে মাশরাফি আপাতত স্ত্রীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

শেষ পর্যন্ত মাশরাফি যদি আসলেই ক্যারিবিয়ান সফরে না যান সেক্ষেত্রে যে দলকে যথেষ্ট ভুগতে হবে তা বলাই বাহুল্য। কারণ এমনিতেই বেশ খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

উল্লেখ্য গত বছর আন্তর্জাতিক টি টুয়েন্টিতে অবসর নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। আর টেস্টের সাদা পোশাকে অলিখিত অবসর তো আরও আগেই নিয়েছিলেন তিনি।

সুতরাং বর্তমানে শুধু ওয়ানডে ফরম্যাটেই তাঁর সার্ভিস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঝে বেশ কয়েকবার তাঁর টেস্টে ফেরা নিয়ে গুঞ্জন সৃষ্টি হলেও সেই সম্ভবনা নিজেই উড়িয়ে দিয়েছিলেন নড়াইল এক্সপ্রেস।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে