ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

মাঠে ফিরেই বল হাতে কাটার জাদু দেখালেন মোস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১০ ১৭:৩০:৪৩
মাঠে ফিরেই বল হাতে কাটার জাদু দেখালেন মোস্তাফিজ

আর বল হাতে মাঠে নেমেই দেখিয়েছেন দারুণ কাটার। আর তার দুর্দান্ত কাটারে সাইফের হাতে কাটা পড়েছেন লংকান ব্যাটসম্যান আসান প্রিয়াঞ্জন। ইনজুরি কাটিয়ে নেমে টানা ৪ ওভার বল করে মোস্তাফিজ ১ উইকেট তুলে নিয়ে দিয়েছেন ১৮ রান।

আর শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কা ‘এ’ দলের সংগ্রহ ৩ উইকেটে ৪৭ রান।

এর আগে সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে সিরিজের শেষ চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ১৬৭ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ এ দল।

এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ এ দলের টপ অর্ডার কোন ব্যাটসম্যনাই। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে জাকির হোসেন। এছাড়া সানজামুলের ব্যাট থেকে আসে লড়াকু ৪১ রানের ইনিংস।

বাংলাদেশ এ দলের স্কোর:

সাদমান ৯, সৌম্য ১৪, মিজানুর ১৪, সাইফ ৭, জাকির ৪২, মোহাম্মাদ মিথুন ৩, আফিফ ১২, সানজামুল ৪১, নাইম ২২, মুস্তাফিজ ০, খালেদ ১*।

শ্রীলংকা এ দলের পক্ষে শেহান জয়াসুরিয়া,প্রাবত ও পুষ্পকুমার ৩ টি করে উইকেট নেন।

এদিকে আজকের ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকত না খেলায় বাংলাদেশ এ দলের অধিনায়কত্ব করছেন মোহাম্মদ মিথুন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে