ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

অলআউট হয়ে ১ম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ...

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ১০ ১৫:৪০:০২
অলআউট হয়ে ১ম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ...

এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশ এ দলের টপ অর্ডার কোন ব্যাটসম্যনাই। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় সৌম্য-আফিফ-মিথুনরা।

নিয়মিত উইকেট হারিয়ে এক পর্যায়ে ১০৫ রানেই ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ এ দল। এই সময় সানজামুল ও নাইমের ব্যাটে কিছুটা ঘুরে দাড়ায় বাংলাদেশ। এই দুই জন ৫৪ জুটি গড়েন। কিন্তু এই জুটির পর আবারো দ্রুত উইকেট হারিয়ে ১৬৭ রানে অল আউট হয় মিথুনের দল।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে জাকির হোসেন। এছাড়া সানজামুলের ব্যাট থেকে আসে লড়াকু ৪১ রানের ইনিংস।

বাংলাদেশ এ দলের স্কোর:

সাদমান ৯, সৌম্য ১৪, মিজানুর ১৪, সাইফ ৭, জাকির ৪২, মোহাম্মাদ মিথুন ৩, আফিফ ১২, সানজামুল ৪১, নাইম ২২, মুস্তাফিজ ০, খালেদ ১*।

শ্রীলংকা এ দলের পক্ষে শেহান জয়াসুরিয়া,প্রাবত ও পুষ্পকুমার ৩ টি করে উইকেট নেন।

আজকের ম্যাচে মোসাদ্দেক হোসেন সৈকত না খেলায় অধিনায়ক মোহাম্মদ মিথুনের ঘাড়ে। এদিকে ইঞ্জুরি কাটিয়ে আজকের ম্যাচে খেলছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ:সৌম্য সরকার,সাইফ হাসান, আফিফ হোসেন, মিজানুর রহমান, সাদমান ইসলাম, জাকির হাসান (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন (অধিনায়ক), সানজামুল ইসলাম, নাইম হাসান,মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে