ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক চেয়ে রিট

লাইফস্টাইল ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৯ ১৮:৪১:১৫
বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক চেয়ে রিট

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলীর পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বৃহস্পতিবার এই রিট করেন।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে রিটে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে বলা হয়, থ্যালাসেমিয়া আক্রান্ত কোন ব্যক্তির সঙ্গে একই রোগে আক্রান্ত কোন রোগীর বিয়ে হলে অনাগত সন্তান বিকালঙ্গ হওয়ার সম্ভাবনা আছে বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন।

অন্যদিকে পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে প্রায় ৭০ লাখ মানুষ মাদকাসক্ত। আর এই মাদকাশক্তিই বর্তমানে বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ।

তাই বিদ্যমান নিকাহ নামার ৩ ও ৪ নম্বর দফায় পাত্র-পাত্রীর জন্ম সনদের পাশাপাশি ১৭ নম্বর দফায় ডাক্তারি সার্টিফিকেট (ডোপ টেস্ট সার্টিফিকেট) বাধ্যতামূলক হলে বিবাহিতদের সংসার ও তাদের অনাগত সন্তানের জীবন রক্ষা পাবে বলে রিটে উল্লেখ করা হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে