ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

বাংলাদেশের মাটিতে জাকির নায়েকের স্থান কখনও হবে নাঃ এইচ টি ইমাম

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৯ ১৮:২৩:২০
বাংলাদেশের মাটিতে জাকির নায়েকের স্থান কখনও হবে নাঃ এইচ টি ইমাম

জাকির নায়েককে বাংলাদেশে আশ্রয় দেয়া হবে কি না- সাংবাদিকের এমন প্রশ্নে ইমাম বলেন, তাকে বাংলাদেশে জায়গা দেওয়া হবে না। এ ব্যাপারে ভারতের সঙ্গে সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করবে বাংলাদেশ।’

তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সংকল্পবদ্ধ সরকার। আমাদের প্রতিবেশী দেশগুলোর কাছে শত্রুভাবাপন্ন এমন কাউকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, ২০১৬ সালের জুলাইয়ে ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর অভিযোগ ওঠে হামলাকারীদের অন্তত দুইজন জাকির নায়েকের বক্তব্য অনুসরণ করতো। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি ও উগ্রবাদ প্রচারের অভিযোগে ২০১৬ সালের ডিসেম্বরে জাকির নায়েকের বিরুদ্ধে মামলা করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা-এনআইএ। বেশ কয়েকবার তার বিরুদ্ধে সমন জারি হলেও তিনি আদালতে যাননি।

ওই বছরই আরও কয়েকটি অভিযোগের মুখে ভারত ছেড়ে সৌদি আরবসহ বিভিন্ন দেশ ঘুরে সর্বশেষ মালয়েশিয়ায় আশ্রয় নেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসে জাকির নায়েককে ফেরত পাঠাতে মালয়েশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় ভারত। দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে বিতর্কিত এ বক্তা ভারতে ফিরছেন বলেও জানায় দেশটির গণমাধ্যম।

তবে শুক্রবার (৬ জুলাই) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সংবাদ সম্মেলনে বলেন, তার দেশে (মালয়েশিয়া) আশ্রয় নেয়ার পর জাকিরকে নিয়ে কোনও সমস্যা তৈরি হয়নি। তাই তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়েছে।

সূত্র: পিটিআই

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে