ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

শেরপুরে মাথা জোড়া লাগা জমজ শিশুর জন্ম……প্রয়োজন সাহায্যের

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৯ ১৮:১৬:৫১
শেরপুরে মাথা জোড়া লাগা জমজ শিশুর জন্ম……প্রয়োজন সাহায্যের

শিশু দুটির মায়ের নাম রেহেনা বেগম (২১)। বাড়ি শেরপুর জেলা শহরের চাপাতলী এলাকায়। তিনি রিকশাচালক রুবেল মিয়ার স্ত্রী।

রুবেল মিয়া জানান, সম্প্রতি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেহেনাকে ভর্তি করা হয়। সেখানের চিকিৎসকরা জানান, মাথা জোড়া লাগানো শিশুর কথা। পরে ওই হাসপাতাল থেকে রেহেনাকে ভর্তি করা হয় শেরপুরের ওই ক্লিনিকে। অস্ত্রোপচারের মাধ্যমে ওই দুই শিশুর জন্ম হয়।

ওই হাসপাতালের চিকিৎসক আবদুল গনি বলেন, ‘অপারেশনটা জটিল ছিল। এতে মা ও শিশু দুটি উভয়ের জীবন ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু তারপরেও সফলভাবে অস্ত্রোপচার শেষ হয়েছে। তবে শিশু দুটির জন্য উন্নত চিকিৎসার প্রয়োজনে ঢাকায় নিয়ে যাওয়া প্রয়োজন। কিন্তু পরিবারটি অত্যন্ত দরিদ্র হওয়ার কারণে তা কতটা সম্ভব হয়ে উঠবে, তাই এখন চিন্তার বিষয়।’

ওই হাসপাতালের পরিচালক আবদুল বারেক তোতাও একজন চিকিৎসক। তিনি জানান, শিশু দুটির মা কিছুটা সুস্থ আছে। ক্লিনিক থেকে বেলা ৩টার দিকে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, ‘শিশু দুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে।’

তবে তার জন্য সাহায্যের প্রয়োজন……যে যাই পারি আসেন তা দিয়ে সাহায্য করি……ফোন নাম্বার – 01618886954বিকাশ নাম্বার – 01920959660

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে