ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

নেইমারের ‘২২২’ মিলিয়নের রেকর্ড টপকে পিএসজিতে কুতিনহো!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৯ ১৭:৪০:২৬
নেইমারের ‘২২২’ মিলিয়নের রেকর্ড টপকে পিএসজিতে কুতিনহো!

সোমবার (৯ জুলাই) স্প্যানিশ জায়ান্ট ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, বার্সা ছেড়ে আগের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডেতে যাচ্ছেন পাওলিনহো। ৬ মাসের জন্য তাকে লোনে নিচ্ছে চাইনিজ সুপার লিগের দলটি।

মুন্ডোর এ প্রতিবেদনে বলা হয়েছে, কুতিনহোকে বার্সা থেকে পিএসজিতে নিতে অন্তত ২৭০ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত পিএসজি। যদিও বার্সায় তার রিলিজ ক্লজ ৪০০ মিলিয়ন ইউরো। এখানে বলে রাখা ভালো যে, ২২২ মিলিয়ন রেকর্ড দামে নেইমার জুনিয়রকে বার্সা থেকে পিএসজিতে কিনে নেয় ফরাসি ক্লাবটি। অথচ তারই সতীর্থকে আরো ৫০ মিলিয়ন বেশি ইউরো দিয়ে কিনতে চাচ্ছে পিএসজি।

এদিকে কথা উঠেছে, শিগগিরই পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিচ্ছেন তারই স্বদেশি আরেক সতীর্থ নেইমার। সে জন্য ইতোমধ্যে রিয়াল থেকে রোনালদোকে সরানোর কাজও সেরেছে কর্তৃপক্ষ। এ জন্যই তলে তলে কুতিনহোকে ক্লাবে ভিড়ানোর পরিকল্পনা পিএসজির।

-গোল.কম

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে