ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ 'এ' দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৯ ১৭:১৫:১২
সিরিজ জয়ের লড়াইয়ে বাংলাদেশ 'এ' দল

এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিই ড্র হয়েছিল। যে কারণে সিরিজ জিততে হলে দুই দলকেই ম্যাচটি জেতার জন্য খেলতে হবে। গত ২৬শে জুন শুরু হওয়া প্রথম ম্যাচে বাংলাদেশ 'এ' দলের ক্রিকেটাররা দারুণ পারফর্ম করেছিল।

অধিনায়ক মোসাদ্দেক হোসেনের অনবদ্য সেঞ্চুরি এবং সাব্বির রহমানের ক্যারিয়ার সেরা ১৬৫ রানের সুবাদে ভালো অবস্থানে থেকেই ম্যাচটি ড্র করেছিল টাইগার 'এ' দল। তবে এ ম্যাচে দারুণ ফর্মে ছিলেন শ্রীলঙ্কান 'এ' দলের ক্রিকেটাররাও।

টস জিতে ব্যাটিং নেয়া লঙ্কানরা লাহিরু থিরিমান্নের ১৬৮ রানে ভর করে প্রথম ইনিংসেই ৪৪৯ রানের বড় সংগ্রহ করেছিল। এছাড়া তাদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৯০ রান করেছিলেন চারিথ আসালঙ্কা।

আর বাংলাদেশের পক্ষে সেই টেস্টে চার উইকেট নিয়েছিলেন খালিদ আহমেদ। অপরদিকে দ্বিতীয় টেস্টের প্রথম দুইদিন বৃষ্টির কারণে পণ্ড হয়ে যাওয়ার ফলে এ ম্যাচটিও ড্র হয়ে যায়। টস জিতে এ ম্যাচেও ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কান 'এ' দলের অধিনায়ক দীমুথ করুনারত্নে।

তৃতীয় দিনে শুরু হওয়ার পর ব্যাটিং করতে নেমে ২৮১ রান করে ইনিংস ঘোষণা করে দেয় শ্রীলঙ্কা 'এ' দল। এরপর চতুর্থ দিনে ১৬ ওভারে ৫৯ রান করার পর ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।

এদিকে সম্প্রতি ইনজুরি থেকে ফিরে আসা টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সিরিজ নির্ধারণী ম্যাচে 'এ' দলের হয়ে খেলবেন। এছাড়া লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনেরও এ ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে শক্তিশালী দল গঠন করে এ ম্যাচটি জেতার উদ্দেশ্যই মাঠে নামবে টাইগাররা।

তৃতীয় ম্যাচের জন্য 'এ' দলের স্কোয়াডঃ

মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, সাদমান ইসলাম, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান, জুবায়ের হোসেন লিখন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে