ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে?

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৯ ১৭:১৪:১৩
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে?

আর নেদারল্যান্ডে অনুষ্ঠিত এই বাছাইপর্বে দারুণ খেলছে সালমা-জাহানারারা। এখন পর্যন্ত নিজেদের দুই ম্যাচের দুটিতেই দাপুটের সাথে জিতেছে তারা।

এই দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে সদ্য এশিয়া কাপ জিতে আসা দলটির। নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ৮ উইকেটের জয় পায় বাংলাদেশের নারীরা।

পরের ম্যাচে এসে স্বাগতিক নেদারল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি টাইগ্রেসরা। সেই ম্যাচে তাদের মাত্র ৪২ রানে আটকিয়ে দেয় বাংলাদেশ দল। জবাবে ৭ উইকেটের জয় তুলে নিইয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সালমারা।

এদিকে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। সেই ম্যাচে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে জায়গা করে নিবেন তারা।

এরপর সেমিফাইনালে বি গ্রুপের রানার্স আপের সঙ্গে লড়বেন তারা। আর 'বি' গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেয়ার দৌড়ে এগিয়ে আছে স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে