ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

দেরাদুনের দুঃখ এখনো পোড়ায় আরিফুলকে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৯ ১৪:১১:০০
দেরাদুনের দুঃখ এখনো পোড়ায় আরিফুলকে

শ্রীলঙ্কার বিপক্ষে এক ম্যাচ খেলার সুযোগ পাওয়া আরিফুল ছিলেন নিদাহাস ট্রফির স্কোয়াডেও। তবে নিয়মিত একাদশে সুযোগ পাচ্ছিলেন না তিনি। তবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ফিনিশার হিসেবে খেলেছেন আরিফুল।

তবে সেখানকার স্মৃতি খুব একটা সুখকর নয় আরিফুল ও বাংলাদেশ দলের জন্য। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে তিনটিতেই হেরেছিল বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে জেতার খুব কাছে গিয়ে হেরেছে বাংলাদেশ।

জমাট আক্ষেপ নিইয়ে সময় টিভির সাক্ষাৎকারে আরিফুল বলেছেন, 'যদি একটা ম্যাচ জিতে আসতাম তবে ভালো হত। ম্যাচ জেতানো একটা ইনিংসই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। আফগানিস্তানের বিপক্ষে শেষ বলে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেন নি।'

জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর চলছে। টেস্ট ওয়ানডেতে সুযোগ না পেলেও টি-টুয়েন্টিতে আরিফুলের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা চিন্তা করেই মিরপুরের একাডেমীতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি।

ছোট্ট ক্যারিয়ারে ভালোই বুঝেছেন আন্তর্জাতিক ক্রিকেটের কঠিনতা। তার ভাষায়, 'আমি যদি ভালো খেলতে পারি তাহলে আমি সুযোগ পাবো। ইন্টারন্যাশনাল লেভেলে অনেকে সারভাইভ করতে পারে না। আমি এখান থেকেই হার্ডওয়ার্ক করে বিষয়টা ফেস করতে চাই।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে