ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

কোয়ার্টার জিতে সমর্থকদের বিয়ারের বিল দিলেন মানজুকিচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৯ ১৪:০০:৫৬
কোয়ার্টার জিতে সমর্থকদের বিয়ারের বিল দিলেন মানজুকিচ

এত আনন্দের মাঝে আরেকটি পালক যোগ করেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড মারিও মানজুকিচ। নিজ শহরে বড় পর্দায় ক্রোয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল দেখানোর ব্যবস্থা করার পাশাপাশি তাদের বিয়ারের বিলও দিয়ে দেন এই জুভেন্টাস ফুটবলার।

স্লাভোনস্কি ব্রড শহরে বসবাস করেন মানজুকিচ। রাশিয়ার বিপক্ষে ম্যাচের সময় আরা ওখানে খেলা দেখতে এসেছেন সবার বিয়ারের বিল দিয়েছেন। সব মিলিয়ে ২৫ হাজার ক্রোয়েশিয়ান কুনা বা ৩৩৫০ ইউরো বিল দিয়েছেন তিনি, এমনটাই জানিয়েছেন স্থানীয় রেডিও স্লাভোনিজা।

রাশিয়ার বিপক্ষে পুরো ১২০ মিনিটই খেলেছেন মানজুকিচ। ক্রোয়েশিয়ার প্রথম গোলের এসিস্টদাতাও তিনি। এর আগেও নিজ এলাকার অনেক উন্নয়নমূলক কাজে আর্থক সহায়তা করেছেন তিনি। গেল গ্রীষ্মে দালমাতিয়া এলাকাতে আগুন লাগার পর সেই এলাকা আবার পুনর্গঠনের জন্য সহায়তা করেছিলেন মানজুকিচ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে