ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

টি-টোয়েন্টির জন্য কুকাবুরার বিশেষ বল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৯ ১৩:০০:৩৯
টি-টোয়েন্টির জন্য কুকাবুরার বিশেষ বল

টি-২০ ক্রিকেটের জনপ্রিয়তা ও ফরম্যাটের বিচারে টেস্ট এবং একদিনের ক্রিকেটের চেয়ে ভিন্নতা মাথায় রেখে এই বল এনেছে কুকাবুরা। ‘টার্ফ২০’ নামের এই বলটি নিয়ে আগামী ২ বছর চালানো হবে নিরীক্ষা। এরপর এটি বিশ্বের সবগুলো টি-২০ লিগ ও টি-২০ ক্রিকেটের আন্তর্জাতিক অঙ্গনে প্রচলিত করতে আগ্রহী নির্মাতা প্রতিষ্ঠান।

বলটি ইতোমধ্যে ব্যবহার করা হয়েছে প্রতিযোগিতামূলক ক্রিকেটে। নর্দান টেরিটরি স্ট্রাইক কম্পিটিশনে পরীক্ষামূলক ব্যবহার হিসেবে ‘টার্ফ২০’ ব্যবহার করা হয়েছে। এই আসরে খেলেই ক্রিকেটে ফিরেছেন বল টেম্পারিংয়ের দায়ে শাস্তি পাওয়া অস্ট্রেলীয় ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট।

আগামী ১৮ মাস বলটি বিভিন্ন প্রতিযোগিতায় ব্যবহার করাতে চায় কুকাবুরা কর্তৃপক্ষ। এজন্য বিভিন্ন বোর্ডকে এই বল ব্যবহারের প্রস্তাবও পাঠাবে তারা। এরপর এর জনপ্রিয়তাই বিশেষ বলটিকে বড় মঞ্চে ব্যবহার উপযোগী করে তুলবে বলে আশাবাদী প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে কুকাবুরার পক্ষে শ্যানন গিল বলেন,

‘টি-২০ ক্রিকেট যেহেতু জনপ্রিয়তা পেয়েছে, কুকাবুরা ভেবেছে- টেস্ট ক্রিকেটে প্রচলিত বলের ব্যবহার থেকে বের হয়ে এসে এই ফরম্যাটের প্রয়োজনের কথা মাথায় রেখে একটি বল আনা উচিত। একটি টেস্ট বল ৮০ ওভার খেলার মত করে তৈরি করা হয়। টি-২০ ক্রিকেট সম্পূর্ণ ভিন্ন। এখানে একটি বলে মাত্র ২০ ওভার খেলা হয় এবং বলের সাথে আচরণ হয় মারকুটে ও বিস্ফোরক। বলের আয়ু ধীরে ধীরে কমা তাই খুব বড় কোনো বিষয় নয়। বড় বিষয় হচ্ছে বলটিকে কীভাবে প্রহার করা হচ্ছে সেটি।’

নতুন ডিজাইন করা এই বল নিয়ে কর্তৃপক্ষ বেশ আশাবাদী। বর্তমানে ক্রিকেটারদের কাছ থেকে ইতিবাচক মতামত এবং অভিমতের অপেক্ষায় রয়েছে তারা। এই বল ইতোমধ্যে পরখ করে দেখেছেন সাউথ অস্ট্রেলিয়া ও ব্রিসবেন হিটসেন ব্যাটসম্যান অ্যালেক্স রোজ। তার অভিমত,

‘যেহেতু এটি ভিন্নভাবে বাউন্স করে না কিংবা খেলার প্রকৃতি পরিবর্তন করে না, এটি অবশ্যই ইতিবাচক। গত সপ্তাহে আমি খেয়াল করেছি, বলটি টি-২০ ক্রিকেটের জন্য যথার্থ।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে