ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

জুভেন্টাসে যাচ্ছেন না রোনালদো!

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৯ ১৩:০১:৪০
জুভেন্টাসে যাচ্ছেন না রোনালদো!

ব্যাপারটা খোলাসা করা যাক। জুভেন্টাসে খেলা অতীতে জার্সি নাম্বার ‘৭’র মধ্যে কে সেরা? সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের মধ্য দিয়ে এমন এক সমীক্ষা করতে চেয়েছিল ইতালিয়ান এক সংবাদ মাধ্যম। ১৯৯০ সাল থেকে জুভদের হয়ে খেলা অ্যাঞ্জেলো ডি লিভিয়া, জিয়ানলুকা পেসোত্তো, হাসান সালিহামিডজিচ, সিমিওনে পেপে, সিমিওনে জাজা ও হুয়ান কুয়াদ্রাদোদের মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে বলা হয় সে সমীক্ষায়।

তবে জুভেন্টাস ভক্তরা অতীতের কাউকেই বেছে নেননি। তাদের ভোট পড়েছে ভবিষ্যতের রোনালদোর পক্ষে। পর্তুগাল, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে কখনোই ৭ নাম্বার জার্সির বাইরে যাননি সিআর সেভেন। জুভেন্টাসেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়।

এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু বিতর্ক শুরু হয় যখন সেই পোস্টটি মুছে দেওয়া হয়। এরপর থেকেই নতুন করে আরেক গুঞ্জন, রোনালদো কী তবে জুভেন্টাসে আসছেন না!

এমন গুঞ্জনে ঘি ঢেলেছে ইতালিয়ান টেলিভিশন চ্যানেল মিডিয়াসেট। তারা বলছে রোনালদোকে জুভেন্টাসে যেতে দেওয়া হবে কিনা সেটা নিশ্চিত করতে মঙ্গলবার এক জরুরি সভার ডাক দিয়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। পাঁচবারের ব্যালন ডি’অর তারকার জন্য ১৫০ মিলিয়ন ইউরোও দাবি করেছেন লস ব্লাঙ্কোস অধিপতি।

এর মাঝে যোগ হয়েছে আরেক নতুন গুঞ্জন। রোনালদোকে পেতে ২০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে চাইনিজ সুপার লিগের এক ক্লাব। সিআর সেভেন চায়নায় পা ফেললে লিগের শোভা বৃদ্ধি পাবে বলেই আশা সেই ক্লাবটির। বেতন নিয়ে কোনো চিন্তা করতেই হবে না বলে রোনালদোকে আশ্বস্ত করেছে ক্লাবটি।

আর্জেন্টিনার কার্লোস তেভেজ, ব্রাজিলিয়ান অস্কার, হাল্কদের পথ অনুসরণ করে অবশ্য রোনালদোর চিনে না যাওয়ার সম্ভাবনাই বেশি। ৩৩ বছর বয়সে যখন জাতীয় দল থেকে অবসর নেননি, ৩৭ বছর বয়সে কাতার বিশ্বকাপে তাকে দেখার সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর দেশকে আরেকবার বিশ্বমঞ্চে নিতে ইউরোপের বড় লিগেই খেলতে চান সিআর সেভেন।

রোনালদোকে যদি শেষ পর্যন্ত আনতেই না পারে তবে জুভেন্টাসের কী হবে? সেই চিন্তায় এরই মাঝে নাকি বিকল্পও খোঁজা শুরু করেছে তুরিনের ক্লাবটি। আর সেই বিকল্প হচ্ছেন রিয়ালের আরেক সেনানী লুকা মদ্রিচ। ক্রোয়েশিয়াকে সেমি ফাইনালে নিয়ে যাওয়া ক্রোয়েট অধিনায়কের দিকে কেবল জুভরাই নয়, লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে ইউরোপের বড় বড় ক্লাবগুলোও।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে