ঢাকা, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১

ফ্রান্সের প্রতিপক্ষ বেলজিয়াম নয়, ঘরের শত্রু অঁরি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০১৮ জুলাই ০৯ ১২:৫৯:৪৩
ফ্রান্সের প্রতিপক্ষ বেলজিয়াম নয়, ঘরের শত্রু অঁরি

‘থিয়েরিকে প্রতিপক্ষের ডেরায় দেখাটা খুবই জ্বালাময়ী। আমি ব্যক্তিগতভাবে খুবই গর্ববোধ করবো যদি তাকে বুঝিয়ে দিতে পারি যে তিনি ভুল দল বাছাই করেছেন,’ মন্তব্য করে জিরুদ বলেন, ‘আমি চাই থিয়েরি আমি-সহ সকল ফরাসি ফুটবলারকে পরামর্শ দিক। আপনারা কিন্তু আবার মনে করে বসবেন না যে তার কাজে আমি ঈর্ষান্বিত।’

অতীতে জিরুদের খেলার ধরণ নিয়ে সমালোচনা করেছিলেন অঁরি। কিন্তু সেই সমালোচনা মাথাতেই আনছেন না চেলসিতে খেলা এ ফরোয়ার্ড। বরং বেলজিয়ামের বিপক্ষে জয়ের ক্ষুধাটা ছড়িয়ে দেওয়াকেই দায়িত্ব মানছেন ৩১ বছর বয়সী এ ফুটবলার।

‘তিনি কী বলেছেন না বলেছেন তার অনেকদিন পেরিয়ে গেছে। আমার কাজ হচ্ছে মাঠে ভাল করা, সঙ্গে ফ্রান্সের প্রতিনিধিত্ব করা। আমি চাই ফ্রান্সের প্রত্যেকের মাঝে জয়ের ক্ষুধাটা ছড়িয়ে দিতে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে